রোমান্টিক বে মানান

মনির হোসেন মমি ২৪ ডিসেম্বর ২০১৩, মঙ্গলবার, ০৬:২৭:১০অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ১১ মন্তব্য

এখন ক'টা বাজে?

জানি না,রাতের আধাঁরে প্রিয়া কয়,

রাগ করছ কেনো?আমিতো কোন মেয়ে মানুষকে সঙ্গ দিচ্ছিনা

জীবনের কঠিন বাস্তবতা কর্মে মগ্ন একজন প্রিয়তমার প্রিয়াকে।

কখন আসবে?

অ্যা..এখন বাজে রাত্র তিনটে,সকাল নয়টায় আসিব

খেয়েছ কিছু...?

হ্যা..খানার সমস্যা নেই,ছিলনা ভালবাসা

রাতের গভীরতায় স্নিগ্ধার পরশের ছোয়া কিংবা

উত্তেজনায় হারিয়ে যাওয়া কোন এক সূখ স্বর্গের কাছে....।

তুমি খুব গুছিয়ে কথা বলো

তুমি আছ বলে,হারায়নি এখনও রাতের আধাঁরে,

ভালবাসার পরিপূর্ণ সূখ,

জেগে আছে ..আজও আগের মতন,

আমাদের ছোট্ট্র মুহিন বাবুটি,

কেমন আছে ,'ও'জেগে?না ঘুমিয়ে?।

'ও'বড় দুষ্টু হয়েছে,

আজ সে দিনের কথা কি বলেছিল,জানো?।

আমি অবাক হই,

"ও"যখন ১০৩/৪ ডিগ্রী জ্বরে বেমালুক ভুলে

নিজেই নিজের চিকিৎসা নেন,

একাই গামছাটা ভিঁজিয়ে নিজের গা' ধৌত করা,

সত্যি সে তো এলো

মাঝ পথে এগারটি বছর একে গেল কটুকথার বক্র রেখা।

পায়নি দাদার আদর,পায়নি নানা'র

ঠিক যেন আমারি মতন,মমতার হা হা কার

পাড়াপ্রতিবেশী কিংবা স্বগোত্রীকে কটুকথার লজ্জায় ফেলে

এলো যে সে চাদেঁর হাসি নিয়ে।

আজ আমরা শুখি,

কারো হিংসায় যাতে না পড়ি তাই একে দিলাম আড়িঁ।

......কি ব্যাপার চুপ কেনো?

বেশতোঁ জমেছে,আকাশ আর কিছু ক্ষনের মধ্যে ফর্সা হতে থাকবে

মসজিদেঁ আজানঁ হবে

আল্লাহ'র এবাদতে আসো মসজিঁদে

পাখিরা গাইবে ঘুম ভাঙ্গার গান ।

নাহ! ...এখনও চুপ যে,

তাহলে!

তাহলে কি নেটওয়ার্কটা কেটে গেলো!!!

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ