রোদ্দুর

বনলতা সেন ২৩ নভেম্বর ২০১৩, শনিবার, ১১:০৮:১০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৮ মন্তব্য

শীতসকালের সোনা রোদ্দুর
সোনায় সোনা হয়ে ঝরছে
অঝোরে,
কুড়বো আচল পেতে
আলা-ভোলা হয়ে ।
এই রোদ ,
শিশিরের বুক ছুঁয়ে
কিসের এই কানাকানি
উচ্ছল উচ্ছলতায় ?

(এতটা কিন্তু ঠিক না)

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ