কোনও একদিন…. অকাতরে নিজেকে বিলিয়ে ধরে নেবে অচিন পথ, ঠিক যেন রোদ্দুর মাখা নদী সে। কলকল ছুটে চলা, খলখল হাসি, পথেই বাস, পথেই ক্ষুধার নিবৃত্তি।
কপালে চন্দনের তিলক আঁকা বৈষ্টম-বৈষ্টমী দেখেছে সে বাল্যকালে। ওরা একতারা আর খঞ্জনী বাজিয়ে পথে পথে হাঁটে, বাড়ি বাড়ি ভিক্ষে মাগে। ওরা যেন সর্বদাই সুখী। সর্বদাই সপ্নালু ওদের চোখ, প্রশান্ত। যে যা দেয় হাসিমুখে তা-ই গ্রহন করে। একবার পিছু নিয়ে জানতে চেয়েছিল কোথায় থাকে ওরা, কোন স্বপ্নের দেশে? এমন সুখই বা ওরা পায় কোথা থেকে? হদিস পায়নি। মনে মনে হাহাকার, “কেন আমি বৈষ্টমী হলাম না!”
ছন্দে ছন্দে মনোহর শব্দ তুলে ঝালমুড়ি বানিয়ে যখন হাতে তুলে দেয় ঝালমুড়িওয়ালা, মনে হয়, লোকটা কি স্বর্গের কেউ? ছন্দে ছন্দে এমন মনোহর শব্দ তুলতে তাকে কে শেখালো? কৌটো জোগাড় করে অমন শব্দ সে-ও তুলতে চেয়েছে কয়েকবার, শব্দই হয়েছে শুধু, ছন্দ আসেনি কোনও।
ওর মাথার ওপর একখণ্ড মেঘ, মিটিমিটি হাসে। রোদের ঝিলিক-চাপা হাসি। যেন ভাঙ্গা কাচে ভরা ডালি উপুড় করে ধীরে ধীরে ঢেলে দিচ্ছে কেউ। অবাক মেঘখণ্ড, এমন ঝিলিমিলি হাসি সে পেল কোথায়?
নাহ্, একদিন রোদ্দুর মাখা নদীটি হয়ে এসব জেনে নিতে হবে! নদীর কাছে অবারিত সব, নদীও সবার কাছে। জেনে নিতে থাকবে না কোনও বাধা। এ মানুষজন্ম পারে না আত্মভোলা হতে, বড় পিছু টানে সবকিছু। বড় বেশি বেঁধে ফেলতে চায়। নদী হবো…. নদী!
২৩টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
নদীর কাছে অবারিত সব, নদীও সবার কাছে। জেনে নিতে থাকবে না কোনও বাধা। এ মানুষজন্ম পারে না আত্মভোলা হতে, বড় পিছু টানে সবকিছু। বড় বেশি বেঁধে ফেলতে চায়। নদী হবো…. নদী! দারুন বলেছেন আপু। খুব ভালো লাগলো । শুভ সকাল
রেহানা বীথি
আপু, ভালোবাসা জানবেন।
শুভ সকাল।
অনন্য অর্ণব
আপু এই বৈষ্টম শব্দটা বোধগম্য নয়। এটা কি বৈষ্ণব হবে ?
রেহানা বীথি
হ্যাঁ ভাই।
তবে আমাদের গাঁয়ে ছোটবেলায় ওটা বলতে শুনেছি। তাই ওই শব্দটা ইচ্ছে করেই ব্যবহার করেছি।
তৌহিদ
নদীর বিশালতা নিয়ে ছুটে চলার এই বাসনা পূরণ হোক। মানুষের বড্ড পিছুটান, নদীর পিছুটান নেই। আহা! যদি নদী হতে পারতাম!
ভালো লাগলো লেখাটি পড়ে আপু।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ ভাই।
মাহবুবুল আলম
লেখাটি ভাল লেগেছে। নিরন্তর শুভেচ্ছা!
রেহানা বীথি
অনেক ধন্যবাদ শ্রদ্ধেয়।
সঞ্জয় মালাকার
চমৎকার লেখাদিদি ভালোলাগালো খুব। বৈকাল বেলার শুভেচ্ছা রইলো।
রেহানা বীথি
দাদা, ভালো থাকবেন, ধন্যবাদ।
ফয়জুল মহী
চমৎকার । ভালো থাকুন সবসময় I
রেহানা বীথি
ভালো থাকুন আপনিও।
ছাইরাছ হেলাল
আপনার ভাবনা-চোখ অবাক করার মত করে কত কিছু না দেখে!
রেহানা বীথি
অনেক ধন্যবাদ ভাইয়া।
কামাল উদ্দিন
মানবজন্মের পিছুটান সত্যিই অনেক বেশী। নদীর কাজ তো শুধুই ছুটে চলা……..ভালোলাগা জানিয়ে গেলাম আপু।
রেহানা বীথি
ভাইয়া, ভালো থাকবেন।
কামাল উদ্দিন
আপনিও ভালো থাকুন, সব সময় আপু।
সুপায়ন বড়ুয়া
চমৎকার লেখাদিদি ভালোলাগালো খুব।
শুভেচ্ছা রইলো।
রেহানা বীথি
ভালো থাকবেন দাদা। ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
বৈষ্ণব, ঝালমুড়ি ওয়ালাদেরও পিছুটান থাকে। তারচেয়ে নদী হওয়া ভালো, নদী পিছু ফিরে চলে না। সমুদ্রের পানে অক্লান্ত- অবিরাম বয়ে চলা…
একান্ত ভাবনায় ভালো লাগা রইলো 🌹🌹
রেহানা বীথি
অনেক ভালোবাসা দিলাম।
রুমন আশরাফ
পরপর ৩ বার পড়লাম। কেন পড়লাম? প্রথমবার বুঝতে পারিনি বলে দ্বিতীয়বার পড়লাম? নাকি দ্বিতীয়বারও বুঝতে পারিনি বলে তৃতীয়বার পড়লাম? নাহ এসব কিছু না। একবার দুবার পড়ে তৃষ্ণা মেটেনি, তাই পরপর তিনবার পড়লাম। ভীষণ ভাল লাগলো আপু।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ ভাই।
ভালো থাকবেন সবসময়।