রোদ্দুরের তৃষ্ণা

হালিমা আক্তার ২৪ জানুয়ারি ২০২২, সোমবার, ১২:০৯:৩১পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য

আজকাল সম্পর্ক গুলো

কেমন যেন ভেজা স্যাতসেতে,

দীর্ঘদিন বৃষ্টি ভেজা পুরানো দালানের মতো

শ্যাওলা জমে জমে কর্দমাক্ত,

একটু অসাবধানতায় পিছলে পড়তে হয়।

অথচ কোন এক সময় ছিল

সদ্য কেনা টাইলস এর মত

মেঝেতে ছায়া পড়লেও দেখা যেত।

জীবনে টানাপোড়নে সম্পর্কগুলো

একটি উত্তাপ চায়, চায় ঝকঝকে রোদ্দুর

ঠিক যেন ভাদ্র মাসে কড়া রোদে

পুরাতন কাপড় রোদে দেওয়ার মত।

ছবি সংগ্রহ: নেট থেকে।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ