রেশমি রুমাল

ছাইরাছ হেলাল ১১ জুন ২০২১, শুক্রবার, ১০:১১:৩৫অপরাহ্ন একান্ত অনুভূতি ১২ মন্তব্য

 

উজ্জ্বলতা হারানো হলুদ পাতা/পাতারা
ফাঁদ পাতে, ফাঁদ ফ্যালে, ফাঁদে ফ্যালে,
কৌশল-নিপুনে, রেশমি রুমাল উড়িয়ে;

ছুটবে-না সে,শুধুই ছোটাবে,
অপস্রিয়মাণ ছায়ার হাতছানিতে,
যদিও মেয়াদোত্তীর্ণ চটুল ঠোঁটে ঝুলে থাকে
জরুরী/তড়িৎ চুমু-আবেদন, এক চমৎকার মাধুকরীত্বে।

গোলাপ ঘ্রাণের ঝরনা জলে পিয়াস নিবারণ,
ফাঁদ যেখানে অর্থহীন, কুচকে যাওয়া রেশমি চাদর(দেহ)
দেখে ফেলেছি, পরিধেয় সাজুগুজু সাজ-পোশাকের আড়াল-ভেদে।

দায়;
রূপবান-সাহসী-সক্ষম-কবি হালিম নজরুল।  

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ