রূপবতী ললনা

জাহাঙ্গীর আলম অপূর্ব ১৩ জুলাই ২০২১, মঙ্গলবার, ০৯:১৩:১০পূর্বাহ্ন কবিতা ৪ মন্তব্য
রুপে গুনে স্বরস্বতী
লক্ষীবন্ত ওই মন,
হাসি মজা নানা খেলা
চলে সবার ওই সন।
দৃপ্ত পায়ে হেঁটে চলা
ইচ্ছে খুশি মত,
তার যে রুপের শোভা বলতে
করণিক যে শত।
দেখে যেজন প্রেমে পড়ে
রূপবতীর যে রুপ,
পূজা করতে লাগে যেমন
আগর বাতি আর ধুপ।
মন ছুয়ে যায় তারই রুপে
ভেবে পায়'না কিছু,
দিবানিশি স্বপ্ন দেখি
ঘুরছি যে তার পিছু।
এলোমেলো ভাবনা গুলো
আর কি হবে বলা,
না পাওয়ার ওই আগুন নিয়ে
জীবন যুদ্ধে চলা।
0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ