রূপকথার শিশু

ছাইরাছ হেলাল ৫ অক্টোবর ২০১৫, সোমবার, ০৯:০৭:৩৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৬৩ মন্তব্য

ছোট্ট শিশু দোলনায় দোলে, দোলে মায়ের বুক জুড়ে ফোকলা দাঁতে, কালো মায়ের পাথর বুকে হাসি ঝোলে, ভুলে যায় সব কিছু পিছু ফেলে। স্বপ্নের সিঁড়ি বেয়ে খটখটে শুকাল ভূমিতে সবুজের অপরূপ পথ বেয়ে খুকুমণি হেঁটে যায় সোনা দিগন্ত পানে চিরায়ু স্বপ্নচাষীর বেশে। জল পিপাসার ধূসরতা মুছে সুবিস্তৃত সবুজ শুভ্রতা শিশুদের জন্য তুলে রেখে কালো মা কাজ ভুলে থমকে দাঁড়াবে সঞ্চয় স্বপ্নের বড় হওয়া দেখতে দেখতে।

জাঁহাবাজ সময়ের হাত ধরে ফেরার পথে ফিরে যাবে যে যার গন্তব্যে নগণ্য আধরাত্রির জীবন ফেলে। গুনগুন সময়ের ফোড়ন কেটে ঘুমায় শিশু, শিশু ঘুমায় সিঁথিমতো সোজা তরুছায়াময় সময়পথের পাশ এড়িয়ে।

ঢ্যামনা আহাম্মক বিরক্তিকর বুড়ো বাপ বকবকানি ফেলে ফিক করে হাসে আড়াল হয়ে।

0 Shares

৬৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ