(১)
একুশ সালে যা ছিল বিষ চঞ্চলা বা পীড়িত,
হোক সবই তা বাইশ পেয়ে রূপান্তরে অমৃত!
স্নান করুক সুখ অতল তৃষায় শুদ্ধ দুখের নহরে,
নিত্য রূপে মন মানুষের বক্ষে হয়ে জাগ্রত!

(২)
উড়াল দে রে কাল পাখি তুই বল গিয়ে ওই একুশকে,
যা ছিল তার ঘুন বা জরা দেয় যেন তা সব ফুঁকে!
আমি বাইশ সবার তরে করছি এসেই অঙ্গীকার,
রাখবো না আর ভুল এ বুকে যতোই তাদের দিক উস্কে!

(৩)
শুভ্র যা আশ দিলাম ঢেলে সবার তরে অন্তহীন,
ফুলের মতো উঠুক হেসে জীবন হয়ে রোজ রঙিন!
স্বপ্ন গড়ুক অন্তরে বাস পবিত্রতার বন্ধনে,
বধ করে সব হিংসা বিভেদ কাল যা ছিল অন্তরীণ!

(সকলের প্রতি রইল নববর্ষের অন্তহীন আন্তরিক শুভেচ্ছা)

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ