*অতল ক্ষম*

মৃত্যুর কথা ভাবলে বিধি বক্ষে নামে ব্যথার ঢল,
নিদ কেঁদে হয় পরবাসী আহার খুঁজে পা যুগল।
রোজ তবু হই আশার সাথী দেখেও অকূল দরিয়া,
হয় বলে মন উজ্জীবিত ভেবে তোমার ক্ষম অতল।

*রাগের শেষে*

ঘোরে মশক করলে পোঁ পোঁ না ভেবে ’মোর মন্দ ভাল’,
পারলে শুধু হাত পা গা নয় করো তোমার সব সামাল।
আজ যদি দাও রাগের বশে হোক না কষে মারতে চড়,
দেখবে তাতে সইছে যা শোক ঘাত পেয়ে কাল নিজের গাল।

*অরূপ*

থাক না যতোই স্নিগ্ধ ছটার নীরব ধারে আবেশ খুব,
চাঁদকে কভু সই ভাবি না দেখেও অমন সরস রূপ।
তবু আমি রাত জেগে রোজ উর্ধ্ব পানেই রই চেয়ে,
দেয় বলে তার বদনখানি আমার প্রিয়ার যা অরূপ।

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ