
সুবর্ণা শ্যামা
লাবণ্য নিরুপমা।
স্বজল ভ্রমর
বিষন্ন দোসর।
পুষ্প রেণু
কোমল তনু।
সলিল বিজন
অশ্রু সৃজন।
উজালা পুষ্প মিতা
বনশ্রী বনলতা।
অনুপমা ধ্রুবতারা
চঞ্চলা ঝর্ণাধারা।
পবন মিতালি
উড়ালি বিড়ালি।
টলমল দরিয়া
দোদুল দুনিয়া।
নিকুঞ্জে─ আনমনে
গোঁধলী লগনে।
অভিসার নাশিনি
হেরম নন্দিনি।
স্বর্ণালী মুখ পানে
নুরানী রৌশনে।
উৎলায় অমিয় সুধা
অধর অম্বরে ক্ষুধা।
ফুলদল কাননে
কামনা দহনে।
ঘনঘটা দিবসজামি
সিক্ত মরুভুমি।
লাজুক রক্তিম ললাট
রুদ্ধ কুঠুরি কপাট।
১৬টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়া কি সুন্দর ছন্দ মিলিয়ে লিখলেন ক্ষুদ্র ক্ষুদ্র বাক্যে। খুব ভালো লেগেছে। শুভ কামনা ও শুভেচ্ছা রইল
আতা স্বপন
ধন্যবাদ!! ভাল থাকুন সুস্থ থাকুন!!!
সাবিনা ইয়াসমিন
মনে হলো কোন হেরেম ললনার বর্ননা পড়লাম। সব কিছু থেকেও যার জীবন কাটে রুদ্ধ কপাট কুঠুরিতে।
ছোট ছোট ছন্দে লেখা কবিতাটি ভালো হয়েছে।
শুভ কামনা 🌹🌹
আতা স্বপন
ধন্যবাদ!!! আল্লাহ হেফাজত করুন। ভাল থাকুন।।।।
ছাইরাছ হেলাল
নানান শব্দ প্রয়োগে কিছু একটা বলতে চেয়েছেন!!
আতা স্বপন
ঠিক ঠিক!!! ধন্যবাদ!!! ভাল থাকুন। সুস্থ থাকুন!!
তৌহিদ
ছন্দে আনন্দে মেতে পড়লাম কবিতাটি। ভালো থাকুন আতা ভাই।
আতা স্বপন
ধন্যবাদ!!! সুস্থ থাকুন এই দোয়া করি।।।।
সুরাইয়া নার্গিস
চমৎকার লেখা, মুগ্ধ হলাম।
আতা স্বপন
ধন্যবাদ!!! আল্লাহ যেন ভাল রাখে। সুস্থ রাখে।।।।
সুপায়ন বড়ুয়া
ছোট ছোট শব্দের গাথুনিতে
সুন্দর ছান্দিক কবিতা
ভালইতো হলো। শুভ কামনা।
আতা স্বপন
ধন্যবাদ!!! সুস্থ থাকুন। সাথে থাকুন।
ফয়জুল মহী
সুন্দর ,চমৎকার লেখনী
আতা স্বপন
সুস্থ থাকুন ভাল থাকুন। এটাই প্রত্যাশা। ধন্যবাদ।।।
হালিম নজরুল
শুভকামনা রইল ভাই।
আতা স্বপন
ধন্যবাদ!!! সুস্থ থাকুন। আল্লাহ হেফজত করুন।