“রুখে দাঁড়ানোর এখনই সময়”

বায়রনিক শুভ্র ৩০ নভেম্বর ২০১৩, শনিবার, ০১:২৭:২৭অপরাহ্ন এদেশ ১১ মন্তব্য

মনে করুন বাসে অনেক কষ্টে পাওয়া জানলার পাশের সিটে আপনি বসে আছেন । হালকা বাতাস আসছে জানালা দিয়ে । সারাদিনের ক্লান্তি কে উপেক্ষা করে এই বসার জায়গা বা একটু বাতাস আপনার মনে প্রশান্তির একটা ভাব নিয়ে এসেছে । সেই সময় কেউ একজন আপনার গায়ে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দিল । আপনি দেখছেন আপনার বুক পেট বেয়ে আগুন উপরের দিকে উঠছে । আগুনে পোড়া শার্টের গন্ধ আপনি পাচ্ছেন ।আপনার শরীর থেকে চামড়া খসে খসে পড়ছে । আপনি শ্বাস নিতে পারছেন না । চিৎকার করতে পারছেন না । আগুন নেভাতে পারছেন না । বাসায় আপনার স্ত্রী-সন্তান বা বাবা-মা বা ভাই বোন অপেক্ষা করে আছে । অথচ আপনি বুঝতে পারছেন আর আপনার ফেরা হবে না । আগুন আপনার মুখ মাথা ঢেকে ফেলেছে । আপনার চোখ পুড়ে জাচ্ছে । ঠোট ডিমের অমলেটের মত খুলে পড়ছে । চুল পুড়ে যাওয়ার চট চট শব্দ আপনি শুনতে পাচ্ছেন ।

এসব একটু ভেবে দেখুন । ঠিক এভাবেই মানুষ পুড়ে মরছে বাঙ্গালি মরছে । একদিন হয়ত আপনিও এভাবেই মারা যাবেন । সমগ্র বাংলাদেশ পুড়ে গেলেও হয়ত এরা থামবে না। সোনার বাংলা হয়ত শ্মশান হয়ে যাবে। কিন্তু তারপরও আমি আপনি হয়ত চোখ বুজে বসে থাকব। অবরোধ উপলক্ষে দাম কমে যাওয়া মাছ ব্যাগ ভরে বাসায় নিয়ে আসব । টক শোতে কিছু শিক্ষিত মানুষ অবরোধের পক্ষে কথা বলবে । কিছু মানুষ আগুন লাগিয়ে গায়েবানা জানাজা পড়বে । আমরা সব দেখব ।   

 

রুখে দাঁড়ানোর এখনই সময় ।

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ