আজাদীতে প্রকাশিত খবরে জানা যায়, চট্টগ্রাম ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকা থেকে নিখোঁজ হওয়ার ১০ দিন পর ৫ বছরের শিশু আয়াতের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পিবিআই। মুক্তিপণের জন্য অপহরণের পর শ্বাসরোধে হত্যা করা হয় আয়াতকে। পরে ওই শিশুকে ছয় টুকরো করে কাট্টলী সাগরপাড়ে ফেলে দেয়া হয়" ( আজাদী, ২৬ নভেম্বর'২২)।  শুধুমাত্র শিশুমণি আয়াতকেই কি ছয় টুকরো করা হয়েছে নাকি পুরো মানবজাতিকে ছয় টুকরো করা হয়েছে।একটা সম্ভাবনা প্রতিভাকে ছয় টুকরো করা হয়েছে। জীবন কি তা জানার বুঝার আগেই একটা মানুষকে মেরে ফেলা হলো।শিশুটির স্বপ্ন পিতামাতার স্বপ্ন আশা ভরসাকে হত্যা করা হয়েছে। মহানবী (সাঃ) বলেছেন একজন মানুষকে হত্যা করা মানে পুরো মানবজাতিকে হত্যা করা।আজ মানবতা নৈতিকতা ধর্মীয় বিশ্বাস ও অনুশাসন প্রতিনিয়ত পদদলিত হচ্ছে। মানুষের ঔদার্য সম্প্রীতি মহানুভবতা সহানুভূতি স্নেহ শ্রদ্ধা ভালবাসা মায়া মমতা ভূলুণ্ঠিত হচ্ছে। মানুষে মানুষে হিংসা বিদ্বেষ ঈর্ষা রাগ লোভ লালসা ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে। লোপ পাচ্ছে মনুষ্যত্ববোধ সম্প্রীতি সৌহার্দ্য ভ্রাতৃত্ব। কালের পরিক্রমায় আর সময়ের বিবর্তনের সঙ্গে সঙ্গে যৌথ বা একান্নবর্তী পরিবারের বিলুপ্তি ঘটেছে। ব্যাক্তি পরিবার একে অপরের থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। দূর থেকে আরও দূরে সরে যাচ্ছে। সবাই এখন একা একা চলতে শিখেছে। শিখেছে অশুভ অনভিপ্রেত প্রতিযোগিতার মাধ্যমে অন্যকে ছাড়িয়ে যেতে। হোক তা অন্যায্য বা অন্যায়ভাবে।আত্মার আর পারিবারিক সম্পর্কগুলো ক্রমশ বিচ্ছিন্ন এবং ভংগুর হয়ে পড়ছে। মানুষ মাদক এবং স্মার্ট ফোনসহ ইলেকট্রনিক ডিভাইসের প্রতি আসক্ত হয়ে পড়ছে। নোংরা অপ-সংস্কৃতির জোয়ারে নিজেদেরকে ভাসিয়ে দিচ্ছে। মানুষের মন-মানসিকতা কুরুচিপূর্ণ হয়ে যাচ্ছে। মানুষ বিকারগ্রস্ত হয়ে পড়ছে। মানুষ আগ্রাসী হিংস্র হয়ে পশুর মতো আচরণ করছে।

শিশু, নারী শিশু, নারী নির্যাতন যৌন নির্যাতন হয়রানী নিপীড়ন হত্যা ধর্ষণ খুন মানুষের জীবনের নিত্য অনুষংগ হয়ে যাচ্ছে। এখন যেন মানুষকে খুন করতে হাত কাঁপেনা। ধর্মীয় অনুশাসন যেন বাঁধা হয়ে দাঁড়ায় না। মা বোনদের যেন ইজ্জত অভ্র সম্ভ্রম বলতে আর কিছুই অবশিষ্ট নেই কেননা এরা প্রতিনিয়ত আক্রোশের শিকার হচ্ছে। সময় এসেছে এসব অনাচার অবিচারের লাগাম টেনে ধরার। এসব অনৈতিক অমানবিক জুলুম কর্মকাণ্ড রুখে দেয়ার। ছোট বড় সব অপরাধের সুষ্ঠু নিরপেক্ষ ন্যায়ানুগ তদন্তের মাধ্যমে দেশের প্রচলিত আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি সুনিশ্চিত করার। আইনের শাসন প্রতিষ্ঠা এবং আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে দেশ জাতি এবং রাষ্ট্রকে সকল অন্যায় অবিচার দূর করার জন্যে অতি দ্রুত কঠিন কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় অসভ্যতা পশুত্ব হিংস্রতার কাছে মানবতার মৃত্যু ঘটবে বারাবার।

 

0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ