রিফাত, ছেলেটা নিঃশ্বাস নিতে পারেনা………

ইমন ১৭ সেপ্টেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ০৭:১৬:৩৯অপরাহ্ন বিবিধ ২৬ মন্তব্য

প্রিয়ো পাঠক
আপনারা যখন এই ব্লগটা পড়ছেন তখন আমি ১০৫-১০৪ ডিগ্রী হাড় কাপানু জ্বরে ভুগছি।
হতে পারে এই লেখাটা যখন আপনারা পড়ে শেষ করে নীচের দিকে স্ক্রল করে অন্য কারো লেখায় মগ্ন হয়ে যাবেন ,তখন হয় আমি মারা যেতে পারি বা ৮ বছর ধরে হার্টে ব্লক নিয়ে যুদ্ধ করা রিফাত মারা যেতে পারে।

_20150825_200946
সানজাম হোসেন রিফাত-
যখন তার বয়স ২ মাস তখনই তার হার্টে একটা ব্লক ধরা পরে।। তখনই ডাঃ তাদেরকে অপারেশন করাতে বলে। কিন্তু আর্থিক অস্বচ্ছলতার কারণে দীর্ঘ আট বছর পারেনি। এখন রিফাত শ্বাস নিতে গেলে হার্টের ব্লকের কারণে ব্লাড এবং অক্সিজেন সার্কুলেশনে বাধা পায়। যার ফলে তার শ্বাস-প্রশ্বাসে ব্যাঘাত ঘটে।
রিফাতের ফুসফুস প্রয়োজনীয় অক্সিজেন পায়না। ভাবুন একবার, আপনার নাক-মুখ কেও চেপে ধরে আছে আর দিনের পর দিন আপনাকে প্রচন্ড কষ্ট করে জোর করে নিশ্বাস নিতে হচ্ছে। কেমন হতো এভাবে বেচে থাকা।
অপারেশনের মোট টাকা লাগে। ১৪০০০০ এবং আনুষাঙ্গিক খরচ, ঔষুধ খরচ মিলিয়ে ২০০০০০ টাকা।
ভাবেন একবার আপনার বা আমার যদি এমন হতো ! পারতাম সারভাইভ করতে।
কিন্তু রিফাত পেরেছে। যুদ্ধ করে যাচ্ছে।
মায়ের বুক খামছে ধরে পরে আছে।
আপনাদের একটু সহায়াতা পারে রিফাতের ফুস্ফুস বাতাসে ভরে দিতে।
আপনাদের একটু মানবিক ইচ্ছা হতে পারে তার মায়ের বুকের স্থায়ী বসত।
দিবেন ৫-৬ বন্ধু মিলে ২০০ টাকা !!!
দিবেন ১০০-৫০-২০০-৫০০ !
দিবেন আজকের রুই মাছ বা আস্কারা-মাস্কারার টাকাটা !
দিবেন !!!!!!???
কিচ্ছুই পারবেননা ! তাহোলে কপি, পেষ্ট শেয়ার করে ছরিয়ে দেন। বাংলাদেশে প্রতি মিনিটে ৭৬০০০ হাজার মানুষ ফেসবুকে লগ ইন করে । হতে পারে আপনার শেয়ার করা জিনিষ্টা কারো ছোখে পরলো যার সাহায্য করার মতো ১০০ টাকা আছে।
রিফাতের মেডিকেল রিপোর্ট এখানেঃ https://goo.gl/80fIo0
সাহায্য পাঠানোর ঠিকানাঃ
বিকাশ পার্সোনালঃ
+8801741648548 (ছেলের মা)
+8801956664882 (ছেলের মা)
ব্যাংকের মাধ্যমে সাহায্য করতে চাইলে
Jasmin Akter Some
A/C No: 27244
Islami Bank, Mymensingh Branch।
দেশের বাহির থেকে কেউ সাহায্য পাঠাতে চাইলে
National ID:
Jesmin Akter Sumi
ID No: 6125202109917
রিফাতের পরিবারের সাথে কথা বলতে-
+8801741648548 (ছেলের মা)
অর্থ সংগ্রহের বিস্তারিত দেখতে লিঙ্ক এখানে: https://goo.gl/oS3lqt
মানবতা যেখানে জয় সেখানে নিশ্চিত।
বিঃ দ্রঃ পোস্টদাতার হাতে কোন অর্থ আদান-প্রদান থেকে নিজেকে বিরত রাখুন। প্রয়োজনীয় অর্থ রিফাতের পরিবারের সাথে যোগাযোগ করে সরাসরি পাঠান। পারলে নিজ এলাকা এবং আশপাশের মানুষের থেকে টাকা সংগ্রহ করে রিফাতের পরিবারের সাথে সরাসরি টাকাটা দিন। সম্ভব হলে পোস্টটি শেয়ার, কপি-পেস্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ