রাষ্ট্রের অবক্ষয়

সুপর্ণা ফাল্গুনী ৩ অক্টোবর ২০২০, শনিবার, ১২:০০:০৬পূর্বাহ্ন কবিতা ২৬ মন্তব্য

 

সমাজ আজ কলুষিত ধর্ষণের কালসিটে রক্তে,
পিচঢালা রাজপথ রঞ্জিত বেওয়ারিশ সারমেয়দের বোবা কান্নায়।
অবৈধ চাওয়া-পাওয়ায় ঘর হয়েছে পাপের সাম্রাজ্য।
শাসকের লালসায় দিশাহীন রাষ্ট্র, জন্মভূমির সাদা জমিন,
পাপের ফসলে উর্বর সমাজ, সংসারের পতিত ভূমি।
নোংরামি, মিথ্যাচারের অট্টহাসি ঝরে পড়ে বাতাসের অলিতে গলিতে।
ছাদ-বাগানের অক্সিজেন ও বিষাক্ত আজ রাসায়নিক সম্পর্কের মূলমন্ত্রে।
শিক্ষার সনদে অদৃশ্য লিপিবদ্ধ চরিত্রের কালো ছায়া,
রাজনীতি আবদ্ধ দলীয়করণের উর্ণাজালে।

দেবশিশুরা 'নোমোফোবিয়ায়' আক্রান্ত  আয়তক্ষেত্রের রঙ্গিন বাক্সে,
সবুজ বনানী লুন্ঠিত বন দস্যুদের করাল গ্রাসে,
রসনা বিলাসে 'পরিযায়ী' ধ্বংসযজ্ঞে তৃপ্তির ঢেকুর তুলে,
নদী, জলাশয় বিলীন করছে সমাজপতিরা অঙ্গুলীয় ইশারায়।
গণতান্ত্রিক অধিকার ভূলুণ্ঠিত শোষকের চোখ রাঙানিতে।
ফুলের সুবাস চাপা পড়ে শবদেহের দুর্গন্ধে অহর্নিশি,
শিশুরাও ভীত, সন্ত্রস্ত রতিশক্তির বহ্নিশিখায়।
শিক্ষালয়ে শিক্ষা নেই আছে শিক্ষা বানিজ্য আর ধর্ষকের কালোছায়া।

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ