নিকষ কালোটুকু ঝাঁপিয় জেঁকে নামতেই…চোখের তারায় হাজার জুঁই ফোটে! বিনম্র ভদ্রতায় আকৃষ্ট করার প্রাণপণ চেষ্টা হোঁচট খায় প্রহরের পাথুরে দেয়ালে। ব্যাঙ্গমা-ব্যাঙ্গমী’র রূপকথারা তেপান্তরের আলেয়া।
ঘুমকুয়াসায় চলে সাঁতার কাটা নির্নিমেষ!
চৌরঙ্গী’র ল্যাম্পপোস্টে প্রতিসরণে গোনাগুণতি উইপোকাদের ভীড়!
নিঃসঙ্গ কালোয় কালো কুকুরের কান্না’র আহাজারী ঘুরেফিরে সজাগ।
জেগে থাকা ঝিঁঝিঁ পোকাদের সোল্লাসে সঙ্গী হবার আকাঙ্খা ব্যাক্ত!
শব্দাক্ষরের ভিটেমাটিতে আকালখরা দীর্ঘাতিসময়ের সমন!
২৬টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
নিকষ কালোটুকু ঝাঁপিয় জেঁকে নামতেই…চোখের তারায় হাজার জুঁই ফোটে — তা বেশ কবি।
বন্যা লিপি
জ্বি, শুভ কামনা রইলো।
ছাইরাছ হেলাল
উইয়েরা আসে আলোর নাঁচনে
আত্মাহুতি দেবে বলে,
অবেলার নিসুম-রাতে তাও বা কম কিসে!!
বন্যা লিপি
নিঃসঙ্গ কালোয় কালো কুকুরের কান্না’র আহাজারী ঘুরেফিরে সজাগ।
জেগে থাকা ঝিঁঝিঁ পোকাদের সোল্লাসে সঙ্গী হবার আকাঙ্খা ব্যাক্ত!”
একটা দীঘল প্রহর কেটে যায় ঝিঁঝি পোকাদের সঙ্গীত আর কালো কুকুরের আহাজারির শব্দ শুনে। রাত বড় রহস্যময়।
রহস্য উপলব্ধির বোধ সবার থাকেনা।
তাই বা কম কিসে?
নৃ মাসুদ রানা
চৌরঙ্গী’র ল্যাম্পপোস্টে প্রতিসরণে গোনাগুণতি উইপোকাদের ভীড়!
বন্যা লিপি
মন্তব্যে কৃতজ্ঞতা রইলো। শুভ কামনা।
অনন্য অর্ণব
মাঝে মাঝে শব্দ খরায় ভোগেনি এমন লেখক আবার কেউ আছে নাকি? তবুও একদিন ঠিকই পৌঁছে যাবেন সফলতার বন্দরে। শুভ কামনা।
বন্যা লিপি
অনেক কৃতজ্ঞতা আপনাকে। অবশেষে কেউ থাকে…. সারমর্ম বোঝার মতো! শুভেচ্ছা জানবেন।
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ কাব্যময়তা। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
বন্যা লিপি
আপনার জন্য একরাশ শুভেচ্ছা দিদি।ভালো থাকবেন সবসময়
সুপায়ন বড়ুয়া
“নিকষ কালোটুকু ঝাঁপিয় জেঁকে নামতেই…
চোখের তারায় হাজার জুঁই ফোটে! “
জুঁইয়ের ফাকে যদি কোন বন্ধু জোটে
হতাশার মাঝে তবে কিছু আলো ফোটে।
কাব্যময় ভাবনা।
বন্ধু শুভ কামনা।
বন্যা লিপি
আল্লাহরে!! মাপ চাই দাদা, এমন আলো চাইনে তো! লিখতে গেলে কতকিছুই তো লিখে যাই…নিরিয়াস হন ক্যান দাদো?
বন্যা লিপি
সিরিয়াস
ফয়জুল মহী
অনন্যসাধারণ লিখনী । শুভেচ্ছা সতত ।
বন্যা লিপি
অনেক ধন্যবাদ। শুভেচ্ছা শুভ কামনা।
মনির হোসেন মমি
অল্প লেখাতে বুঝা গেল লেখক শব্দ খরায় ভুগছেন।শব্দরা ধরাদিক চৌরঙ্গী’র ল্যাম্পপোস্টে প্রতিসরণে মত। চমৎকার লেখা।
বন্যা লিপি
ভাই ধন্যবাদ শুভেচ্ছা জানবেন।
রেহানা বীথি
শুধু শব্দ?
মাঝে মাঝে তো মনে হয় ভাবনাই থেমে গেছে, লেখারা হাওয়া!
চমৎকার লিখেছেন আপু।
বন্যা লিপি
মাঝে মাঝে মনে হয়, কি যেন হারিয়ে ফেলেছি। আর হবে না কিচ্ছু খুঁজে পাওয়া।
এমন করেই কেটে যাচ্ছে দীর্ঘ সময়।
ভালবাসা জানবেন আপু।
সুরাইয়া পারভীন
অজস্র শব্দে ভরে যাক কবির শব্দ ঝুড়ি। সহস্র শুভ কামনা রইলো
বন্যা লিপি
অজস্র কৃতজ্ঞতা আর শুভ কামনা রইলো।
সঞ্জয় মালাকার
সহ শব্দে ভরে যাক কবির শব্দ ঝুড়ি। দিদি আপনার জন্য অনেক অনেক শুভ কামনা।
বন্যা লিপি
দাদা ভাই,আপনাদের আশির্বাদ মঙ্গল কামনা আমার পাথেয়।
শুভেচ্ছা জানবেন। শুভ কামনা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদদিদি শুভেচ্ছা অফুরন্ত, ভালো থাকুন সবসময় নিরন্তর কামনা।
তৌহিদ
রাত বড় রহস্যময়! এই রাতেই কারো আত্মাহুতি হয় আবার এই রাতেই কেউ সতর্কবার্তা নিয়ে আসে অন্যের জন্য।
ভালো লাগলো আপু।
বন্যা লিপি
রাত বড় রহস্যময়….
শুভেচ্ছা, কৃতজ্ঞতা রইলো ভাই।