রাত ছোট হচ্ছে

আলমগীর সরকার লিটন ২৬ আগস্ট ২০২০, বুধবার, ১০:৩৩:২৩পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য

===============================
রাত ছোট হচ্ছে-
রাতের মাথায় চাঁদ ডুবে যায় না-
সূর্যের সাথে খুব প্রণয়ের রঙ রাঙা;
তারপর মাঝে মাঝে
চাঁদের গায়ে ভীষণ ঘাম ঝরে
কিছু বলে না-ফর্সা ভোর জাগে
তবুও সূর্য সন্ধ্যা অবধি ডুবে যায়,
আঁধারের কারসাজি নিঃসঙ্গতা ফুরাই না।

জানালার ফাঁকে জোনাকির আলো জ্বলছে
সুখের হাসি যেনো কোথায় হারিয়ে যাচ্ছে!
হঠাৎ চাঁদ মুখে কথার বর্ণচোরা খুব আহত করলো
অথচ অন্যের ভালবাসায় সিক্ত হাওয়া ঠিকই বলো;

তাকে বলাম! একদিন আমাবস্যার
রাতে তারা হবো; রাতটাকে অনেক বড় করবো
আর কোনদিন রাতপোহাবে না!
বিশ্বাস হচ্ছে না ঐদেখো দাদার রাত হয়েছে কত বড়!
দাদীর রাতপোহাতে হয় হাজার গল্প শুনে শুনে।
অতঃপর রাতের ছোট বড় আর ফিরে না।

১১ ভাদ্র ১৪২৬, ২৬ আগস্ট ২০
------------------------------------

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ