রাতের বেদুইন হবো

ছাইরাছ হেলাল ১৯ জানুয়ারি ২০২০, রবিবার, ১২:৩৯:৪৭অপরাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য

 

বেদুইন রাত! না-তো!
রাতের বেদুইন হবো প্রমত্ত কলেবরে,
পুষে রাখা রক্ত-ক্ষরিত-হৃদয়ের রক্ত ছিটাবো
ক্ষতাক্ত-যন্ত্রণার নান্দনিক ঐশ্বর্যে;
নক্ষত্রলোকে ছড়িয়ে দেবো আলোর ঝর্ণা।

গাঢ় নিদ্রা ফেলে দেবরাজ ইন্দ্র
বিস্মিত চোখে ভাববে, ভুল দেখছি না-তো!

দীঘল কিরণ-বার্তা পাঠাবো
পরীদের দেশে, ভালোবাসার নীল-খামে,
ঊষার-তোরণ খুলে দেয়ার আগেই চাই
সৌন্দর্য-পরীদের তপ্ত নিঃশ্বাস;

চুপচাপ নিস্তব্ধতার বিশীর্ণ-শীতে
ভালোবাসার মুঠি মুঠি স্বর্ণরেণুতে
পেলব বুকের নীরব-নিবিড় উষ্ণ-পরশে;
ক্ষত-অগ্নি দপ করে নিভে যাবে!
উচ্ছল প্রাণের উৎসবে।

ছবি নেটের;

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ