রাতের পাণ্ডুলিপি

নাজমুল হুদা ৫ আগস্ট ২০১৯, সোমবার, ১১:৪৭:২৬পূর্বাহ্ন কবিতা ১১ মন্তব্য

রাত, তুমি নাগালের বাহিরে ঘুমাচ্ছো;
তোমাকে স্পর্শ করলেই আঁতকে উঠি।

তোমার আলোহীন মঞ্চে-
বিশুদ্ধ ফুলের উপর নিষিদ্ধ প্রতীক চিহ্ন,
কি করে সহ্য করো তুমি?
বুকে পিঠে অজ্ঞাত শকুনদের লালাচিত্র।

আবার------
তোমার গভীরতায় একাকীত্বের হাতছানি;
কেউ কেউ গভীরতাকে আলিঙ্গন করে
গরম দীর্ঘশ্বাসে বৈধ কবিতার ঘ্রাণ শুঁকে
অথচ, তুমি কারো না কারো নাগালের বাহিরে।

রাত তোমাকে
অসংখ্য দু'পায়া আজো ঘুম পাড়াচ্ছে;
নিষিদ্ধ চাহিদা দীর্ঘায়ু করে নিতে
যৌবনে হানা দেয় শকুন জোড়ার চেঁচামেচি।

অন্ধকারের বৈধতা গ্রাস করে
হঠাৎ এক প্রভাতের লাল সূর্যে
ঝোপ থেকে ভেসে যায় করুণ মানবিক কন্ঠ
জানান দেয়-
আমি তোদের, মুখোশের মানবতায় শকুনের ফসল
আমি তোদের, সমাজে আজন্ম বেওয়ারিশ সীমানা।

নেত্রকোনা, ময়মনসিংহ।

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ