রাজকন্যা

বোরহানুল ইসলাম লিটন ৩০ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার, ০৭:৩৯:৫৮পূর্বাহ্ন ছড়া ১১ মন্তব্য

ছোট্ট মোদের রাজকন্যা
বয়স যখন, নয় বেশি তার অতো,
বুড়ির মতোই বলতো কথা
ভর দিনমান, গল্পে অবিরত।

স্পর্শতে তার ঝরতো মায়া
সবুজ গাছের, স্নিগ্ধ ছায়ার তুল,
শান্ত সুর আর সরল আভায়
মুখ ছিল তার, সদ্য ফোটা গুল।

গুন গুনিয়ে গাইতো সে গান
আঁকতো বসে, মনের সুখে ছবি,
উঠতো নিতি খুব সকালে
পূব আকাশে, মেলতে না চোখ রবি।

বিকেল হলেই নিদ ভুলে তার
পুতুল নিয়ে, করতে হতোই খেলা,
বুঝতো না ক্ষণ আজান বিনে
আছে নাকি, ডুবেই গেছে বেলা।

ছিল না জেদ খাওয়ার পটু
সময় মতো, পড়তো তবে বেশ,
আজ সে জেনো অনেক বড়
তবু আমি, পাই সে’দিনের রেশ।

(প্রতিটি কন্যা সন্তানই তার পিতৃ হৃদয়ের রাজকন্যা)

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

৪০৬জন ২৯৮জন
0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ