
ছোট্ট মোদের রাজকন্যা
বয়স যখন, নয় বেশি তার অতো,
বুড়ির মতোই বলতো কথা
ভর দিনমান, গল্পে অবিরত।
স্পর্শতে তার ঝরতো মায়া
সবুজ গাছের, স্নিগ্ধ ছায়ার তুল,
শান্ত সুর আর সরল আভায়
মুখ ছিল তার, সদ্য ফোটা গুল।
গুন গুনিয়ে গাইতো সে গান
আঁকতো বসে, মনের সুখে ছবি,
উঠতো নিতি খুব সকালে
পূব আকাশে, মেলতে না চোখ রবি।
বিকেল হলেই নিদ ভুলে তার
পুতুল নিয়ে, করতে হতোই খেলা,
বুঝতো না ক্ষণ আজান বিনে
আছে নাকি, ডুবেই গেছে বেলা।
ছিল না জেদ খাওয়ার পটু
সময় মতো, পড়তো তবে বেশ,
আজ সে জেনো অনেক বড়
তবু আমি, পাই সে’দিনের রেশ।
(প্রতিটি কন্যা সন্তানই তার পিতৃ হৃদয়ের রাজকন্যা)
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
১১টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
চমৎকার এক অনুভূতির প্রকাশ কবি দা
বোরহানুল ইসলাম লিটন
অশেষ কৃতজ্ঞতা রইল!
নববর্ষের শুভেচ্ছা জানবেন সতত কবি দা!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
মোঃ মজিবর রহমান
সকল কন্যারা ভালো থাকুক। হ্যাঁ বোরহান ভাই মেয়েরা রাজকন্যা হয়ে থাকুক সারা জিবনমান। ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন।
বোরহানুল ইসলাম লিটন
অপরিসীম কৃতজ্ঞতা রইল মজিবর ভাই!
শুভ নববর্ষের শুভেচ্ছা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন!
মোঃ মজিবর রহমান
শুভনবর্ষ। সুস্থ থাকুন অবিরত।
হালিমা আক্তার
মেয়েরা বাবার ঘরে রাজকন্যাই হয়ে থাকে। ভালো থাকুক সকল রাজকন্যারা।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্যে ভীষণ মুগ্ধ হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
রোকসানা খন্দকার রুকু
সকল রাজকন্যাদের জন্য শুভ কামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত!
সুস্থ থাকুন ভালো থাকুন
নিরপদে থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
রাজকন্যা রা ভালো থাকুক, ভালো রাখুক তাদের পিতাকে। শুভ রাত্রি ভাইয়া
বোরহানুল ইসলাম লিটন
গভীরভাবে কৃতজ্ঞ!
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত!