রাগ শ্রী

সাবিনা ইয়াসমিন ৯ আগস্ট ২০২০, রবিবার, ০৬:৩২:০৯অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৩ মন্তব্য

চিরচেনা পথের প্রান্ত ছুঁয়ে দিলেই মনে পড়ে যায় তোর কথা,
দৃষ্টির বিভ্রমে ডুবেছি যতবার, তুই তারও বেশিবার  জাপটে ধরেছিস আমায়।
কী ছিলো ঐ জবরদস্তি আলিঙ্গনে!

তোর লোমশ বুকের স্পর্শটা
আজ বড্ডো অচেনা লাগে
যেনো মরিচিকার অলস বাধ,

যে দিগন্তের গোধুলিতে হারিয়েছি নিযুত-কোটি লগ্ন
আজ তাকে লাগছে
চোখের ঘোলা মণিতে স্বপ্ন পাতা ফাঁদ,

তুই শেখালি ছলনা কী/কাহারে বলে
আমি শিখলাম ভালোবাসায় বেখায়ালী হবার নমুনা;

প্রেমের যত ছলাকলা সবই হবে সাঙ্গ যখন,
ফুরাবে দিন, রাশিরাশি প্রতিক্ষার আকন্ঠ অবগাহন;
কথা দিলাম, ভুগবি তুই-ও
হয়তো কিছু কম, নয়তো দ্বিগুন,
একদিন হবে লেনাদেনার চুক্তি সমাপন..

 

অ-কবিতা
ছবি -আমার 🙂

0 Shares

৩৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ