রাখালিয়া মন

মো: মোয়াজ্জেম হোসেন অপু ১৭ সেপ্টেম্বর ২০২২, শনিবার, ০৯:০০:১১পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য

রাখালিয়া মন

************

আমার বাঁশরী মন নেচে উঠে,

সবুজের প্রান্ত ছুঁয়ে---

গাঙ পারে আছড়ে পরা,

ছলাত ছলাত ঢেউয়ের তালে।

আমার তপ্ত মন জুড়িয়ে যায়,

বটের ছায়ায় হিমেল হাওয়ায়।

আমার উদাস মন হারিয়ে যায়,

নীল দরিয়ার অথৈ জলে।

আমার একাকী মন ভরে উঠে,

ছৈয়া নায়ে নাইওর দেখে।

আমার ক্লান্ত মন শান্ত হয়,

সুর্য ডুবা সন্ধ্যা দেখে।

জোছনাসিক্ত মনটা আমার,প্রেম যে খুঁজে--

রূপোলী চাঁদের বাহুডোরে।

আমার উজালা মনে শিহরণ জাগে,

ভাটি অঞ্চলের কিশোরী যখন ডিঙি নায়ে,

ঘুরে বেড়ায় হাওর বিলে,

পদ্ম গুঁজে খোঁপার ভাঁজে।

শাপলা শালুক তুলতে গিয়ে,

ভেজা শরীরে বাড়ি ফিরে।

আমার রাখাল মন গান গেয়ে যায়,

হিজল গাছে হেলিয়ে গা দুলিয়ে পা।

আমার সারেঙ্গী মনে ঝড় বয়ে যায়,

ঝিঝি পোকার ঝিঝি ডাকে,

জোনাকি যখন জ্বলে নিভে।

এমনি করেই মনটা আমার,

ধিতাং ধতাং নেচে উঠে,

রাঙিয়ে দিয়ে মাতিয়ে রাখে,

রূপসী বাংলার রূপে রসে।।

 

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ