জনমটা কেউ রাখতে চাইলে সর্বে,
আজ বিবেক তার গড়তে হবে উচ্চে।
ছোঁয় না যেন কাল তা অতি গর্বে,
জনমটা কেউ রাখতে চাইলে সর্বে।
থাকতে হবে মত্ত পরের পর্বে,
ময়ূর যেমন তুষ্ট আপন পুচ্ছে।
জনমটা কেউ রাখতে চাইলে সর্বে,
আজ বিবেক তার গড়তে হবে উচ্চে।

ছবি: সোনেলা গ্যালারী থেকে।

৫৪৮জন ৩৮৯জন
0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ