বুকে সেফটিপিন গেঁথে যৌবন শাসনে রাখো তুমি।
বুকে ওড়নার লেপ্টে থাকা নিদারুণ সাহস
আমার বুকে কাঁপন তোলে।
চোখের তারায় আমি নেশা খুঁজলেই কালো
ডাগরআঁখি পাকিয়ে ওঠে!
আসলে শাসন নয়,
শাসনের ছদ্মবেশে বিন্যাস।
আপাদমস্তক বিন্যস্ত না থাকলে
রমনী হয় না।।
Thumbnails managed by ThumbPress
৯টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
বা ! সুন্দর।
জিসান শা ইকরাম
হুম , বুঝলাম ।
কবিতা ভালো হইছে ।
স্বপ্ন
রমনী শব্দটি আমার কাছে ভালো লাগেনা । নারীকে কত নামে ডাকা হয়। ভালো লিখেছেন।
লীলাবতী
রমন করা যায় বলে রমণী । খুব অসন্মান জনক এটি । কবিতা ভালো হয়েছে ।
শুন্য শুন্যালয়
অল্প কথায় পুরোপুরি রমনী… 🙂
ভালো লেগেছে…
ছাইরাছ হেলাল
এত্ত সহজ বিশ্লেষণ !
কঠিন লিখেছেন ।
ব্লগার সজীব
(y) (y)
ফরহাদ ফিদা হুসেইন
ধন্যবাদ 🙂
ফরহাদ ফিদা হুসেইন
হেলাল ভাই, ধন্যবাদ 🙂