রত্নগর্ভা

অনন্য অর্ণব ২৮ অক্টোবর ২০১৯, সোমবার, ০৮:৫০:১১পূর্বাহ্ন কবিতা ২২ মন্তব্য

[এই কবিতাটি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ও প্রাণাধিক প্রিয় জনাব Md. Asaduzzaman Forazi স্যারের প্রথিতযশা রত্নগর্ভা জননীর করকমলে উৎস্বর্গীত]

হৃদয় গভীরে যত ছিলো আর রহিয়াছে যতখানি,
শ্রদ্ধা তব চরণে আজিকে শোন ওগো মা জননী
জানিনা কোন সে মধুর লগ্নে কোন সে শুভক্ষণে
জন্ম দিয়াছ রত্ন তোমার পুলক আঁকিয়া মনে ।।

আকাশে সেদিন উঠেছিল কি পূর্ণ তিথির রবি
বাতাসে কি সুর তুলেছিলো কোন পূণ্য-যশা কবি
কোন সাধনার ফসল তোমার কোলে দিয়াছেন প্রভু
ধরনীতে তাঁর আলোর শিখা নিভিবেনা জানি কভু।।

যে আলোর দ্বীপ গর্ভে ধরিয়া যত্নে করিয়া লালন
বিশ্বব্যাপীয়া ছড়ায়ে দিয়াছ মানুষে করিতে পালন
সেই প্রদীপ্ত জ্ঞানের মশাল নিরন্তর ঐ পথে
তোমার শিক্ষা চলেছে বিলায়ে ক্লান্তিবিহীন রথে।।

প্রাচ্য হইতে পাশ্চাত্যে তাঁর জয়রথ ছুটিয়া চলে
বড় প্রত্যাশা প্রথিতযশা আশার বাণী সে বলে
কত অবারিত স্বপ্ন সুধায় রাঙানো হৃদয় তাঁহার
ওগো জননী জন্মধাত্রী তুলনা নাহি যে তোমার ।।

তোমারি অঙ্কোপরেতে জন্মি বিশ্ব উঠিছে ছাড়িয়া
সে কোন শক্তি-সাধনে জ্ঞানের সীমানা গিয়াছে ফাড়িয়়া,
দিকে দিকে তাঁর জয়গান বাজে আকাশ বাতাস ভরি
তাঁরি কল্যাণে মানবতা আজ খুঁজিয়া পেয়েছে তরী।।

দুঃস্থ অচল অসহায় জনে করিয়া আপন সাথী
আপনার সাথে নিয়াছে টানিয়া ভুলিয়া দিবস-রাতি
অন্তর্জামী বসিয়া আরশে গর্বে ফুলাইয়া বুক
বলিতেছে ডেকে সৃষ্টি জগতে দেখ তোরা চেয়ে দেখ।।

মানুষে আমি যে দিয়াছিনু ঢেলে আমার মমতা যত
মানুষই কেবল আমার মুকুট রাঙাইলো অবিরত
সকল সৃষ্টি সৃজিয়াছি আমি তাই মানবের তরে
সম্মান জানাও তোমরাও আজ ওই সেরা জননীরে।।

রত্নগর্ভা জননী আমার লও তবে আজ সালাম
তোমারে স্মরিতে বিনম্র চিত্তে তাইতো জড়ো হলাম
আমরা ধরেছি উর্ধ্বে উঠিয়ে তোমার স্মৃতির পাল
এ মহাবিশ্বে তোমার কীর্তি রয়ে যাবে চিরকাল ।।

Photo :: Legend with his great mother.

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ