রঙ

আলমগীর সরকার লিটন ৭ জুলাই ২০২০, মঙ্গলবার, ১২:১৯:৩৬অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য

=======================
আকাশের রঙ দেখতে খুব ইচ্ছা হয়!
কিন্তু শূন্যতা চারধার- তবুও আকাশ
ভাসছে –ভাসছে যত রঙ ছড়িয়ে;
ঠিক দৃষ্টির সীমানায়! ধরতে চাই পারি না-
কারণ কল্পনায় যেনো ওতো শক্তি নাই;

অথচ প্রতিনিয়ত রঙ পরিবর্তন হচ্ছে
আমরা আকাশটাকে বুঝি না, চেষ্টাও করি না
যত অসুখের ভান করে ভাবতে থাকি রঙ-
রঙধনু ছোঁয়া কিংবা ছল ছল করা জল
তবুও আকাশ শূন্যতা চারধার রঙবিরল রঙ।

২৩ আষাঢ় ১৪২৬, ০৭ জুলাই ২০
-------------------------------------

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ