রঙ : পরিভ্রমণকারী সময়

নীলাঞ্জনা নীলা ১৩ নভেম্বর ২০১৩, বুধবার, ০৪:০০:৩৭অপরাহ্ন কবিতা ২৬ মন্তব্য


যে চলে যাবার
সে চলেই যায় ।
নিঃশ্বাস কি টের পায় সে কোথায় যাচ্ছে ?
জানে কেবল বৃক্ষ...
হলুদ হয়ে যাওয়া পাতারা যেমন চেনে ,
ঝরে পড়ার শব্দ
নটরাজের মতো প্রলয় নাচন নাচে অদৃশ্য হাওয়া
কচি সবুজ পাতা হাসে
আর চৈত্রের বুকে ছিন্ন পাতারা ওড়াওড়ি করে ।
যায় , চলে যাবার যা সে তো যাবেই
আমি যাওয়া দেখি ,
পাওয়াকে আপন করিনা ।
যে সময়কে ভোর বলি , তাকেও চলে যেতে হয়
দীর্ঘ ভ্রমণে
দুপুর-বিকেল-সন্ধ্যে গড়িয়ে অন্ধকারের আলোয়ান জড়ায়
আমার নক্ষত্র-জলে স্বপ্ন ভাসে যখন ,
চরম বাস্তবতা আঘাত করে সুনামী হয়ে
মাটি এবং বালু এক হয়ে যায় ।
তুমি-আমি'র মধ্যে আমি-ই কেবল ডুবে মরে : চলেই যাই ।
তুমি বয়সের ভারে ন্যুব্জ
আর আমি বয়সী সুতোয় কৈশোরী কাল গাঁথি ।
কি হতো ? কি হতোনা ! সময়ের মুখ নেই...কেবল ছুটে চলে ।
কুয়াশা ভেঙ্গে পড়েনা ভোর না এলে ;
তাই তো বলি , আজ যে সময় ফিরে গেছে ,
ফিরিয়ে দিয়েছো
ফিরে চলে গেছি আমি।
যদি আমার নীল পৃথিবীর কাছে তোমার অরণ্য আজীবনকাল সবুজই থাকতো ,
কোনো রং আর জন্ম নিতো না ।
রঙ বিবর্ণ হয় , মানুষ আর সময় কেবল স্মৃতির কাছেই আছড়ে পড়ে ।

হ্যামিল্টন , কানাডা
৩ নভেম্বর , ২০১৩ ইং ।

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ