রঙিন প্রজাপতি

খাদিজাতুল কুবরা ২৭ জুন ২০২০, শনিবার, ০৮:৫০:৪৯অপরাহ্ন কবিতা ১৭ মন্তব্য
  1. দু'টি পাতার বৃন্তে একটি ফুল,
    গোলাপি রঙা পুষ্প পাপড়ির সনে-
    প্রেমালিঙ্গণে মশগুল,
    বর্ণিল সাজে রঙিন প্রজাপতি।
    তোমায় আমি হিংসে করি অতি!
    সবুজের সমারোহে তোমার রুপের দ্যুতি-
    বেড়েছে বহুগুণ।
    আনমনে গাইছো তুমি গুনগুন,
    ফুলে  ফুলে  তোমার অবাধ বিচরণ।
    রুপের ছটা দেখে কে বলবে-
    এককালে শুঁয়োপোকা ছিলে!
    তোমার সৌন্দর্যে মাতাল প্রকৃতি দোলে।
0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ