রক্তে ধোয়া আমার স্বাধীন বর্ণমালারা---

অনেকের মতে, তোমাদের নাকি অভাব পড়েছে আজকাল দুর্মূল্যের বাজারে—চারদিকে যত্রতত্র অপব্যবহার হচ্ছে তোমাদের---তাই বলে দুঃখ করো না—যে যাই বলুক না কেনো, তোমরা কি জানো না যে, আমার মতো কোটি বাঙালীর মাঝেই প্রাণবন্ত থাকবে তোমরা সতেজ উর্বরতায়—আমার প্রিয় বর্ণমালারা,আমাদের মাঝেই নাচবে তোমরা মিষ্টি সুবাতাসে—বৃষ্টিপাত ঘটাবে তোমরা চৈত্রের দুপুরে—নিশুতি রাতে জোনাকীর আলোয় ভরে থাকবে আমার আহ্লাদী বর্ণমালাগুলো—শীতের শিশিরের বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাবে আমার স্বাধীন বর্ণমালারা চেতনা দ্বীপ শিখা জ্বালিয়ে.........

:
আমিতো আমার অবুঝ বর্ণমালাগুলোকে অন্তরে গোলাভর্তি করে রাখবো কড়া পাহারায়...কেননা,আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি—আমি কি ভূলিতে পারি!!!..............

:
তাইতো সবার কাছে একটাই চাওয়া—

মাঠে ঘাটে প্রান্তরে....

বর্ণমালার চাষ করো যাও অন্তরে....

0 Shares

৩৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ