রক্তের স্রোতে ভাসে দেশপ্রেমিকের লাশ

অনন্য অর্ণব ৩০ অক্টোবর ২০১৯, বুধবার, ০৮:৩৮:১৭পূর্বাহ্ন কবিতা ১৯ মন্তব্য
রক্তের স্রোতে ভাসে দেশপ্রেমিকের লাশ
চেতনার বীজতলাতে মীরজাফরের চাষ
চলতে গেলে দিচ্ছে বাধা আগলে রেখে পথ
বলতে গেলে কন্ঠ ছেঁড়ার করছে যে শপথ ।।
স্বাধীনতা শূণ্য সেথা আমজনতার ভাগে
চেতনার ঐ ঝান্ডাধারী রাক্ষস খাবে আগে
কে তুমি আর কিইবা পেলে যায় আসে কি তার
আমজনতার কেনইবা ঐ স্বাধীনতা দরকার ?
রাষ্ট্র নাকি সরাইখানা যায় না দেখে বলা
চেতনার ঐ নিশান ছাড়া দুরুহ পথ চলা
ঘরের বাহির হইলে কভু হচ্ছে নিরুদ্দেশ
এই'বা কেমন স্বাধীন হলো সোনার বাংলাদেশ।।
অন্ধকারে ডুবিয়ে জাতির অতীত বর্তমান
চেতনাবাজ খাচ্ছে লুটে ভবিষ্যতের প্রাণ
যখনি কেউ গর্জে উঠে "আমার হিস্যা চাই"
তখনই সে হচ্ছে গায়েব দেখার যে কেউ নাই।।
খাচ্ছে ওরা লুটেপুটে বিকিয়ে দেশের মাটি
দাদাদের ঐ দালালীতে পোক্ত পরিপাটি
স্থায়ী আসন পেতে বসে কষাই গেছিস বনে
বাঘের বল যে বারো বছর রাখিস নি তা মনে।।
এমনি ভাবে আর কতোকাল চলবে বেসামাল
জুলুমের ঐ স্টীমরোলার ছাড়বে নাকি হাল
রাষ্ট্র তুমি নগ্ন হলে বস্ত্র বেচে ওরা
মসনদে আজ শুয়োর বসে মরছে সন্তানেরা।।
0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ