- আমি প্যালেস্টাইনের হামজার মা বলছি
- আর কত বোমা বিস্ফোরণ হব
- আর কত রকেট দিয়ে নিক্ষেপ করবে ক্ষেপণাস্ত্র।
- আর কত আমার হামজার মতো ঝরে পড়বে অকাল প্রাণ,
- আমার মেয়ের মতো আর কত মেয়ের লুন্ঠন হবে ইজ্জত,
- আর কত গাঁজায় লাশ পড়ে থাকবে ধ্বংসস্তূপের নিচে ।
- আমার জন্মভূমি প্যালেস্টাইন তা আজ
- বিস্ফোরণে বিস্ফোরিত হয়ে তামাতামা হয়েছে
- ঐ ট্রয়নগরীর মতো
- নেই জনজীবনে স্বস্তির নিঃশ্বাস,
- সদা ভয়,শুধু আতঙ্ক চারদিকে,
- আবার কখন নিক্ষেপ হয় ক্ষেপণাস্ত্র।
- নেই কি তেমন কেউ শুনবে এই ছোট্ট শিশুর আর্তনাদ
- আর নিপীড়িত মায়ের করুণ আহাজারি,
- রক্ষা করবে এই নরক থেকে,
- সকলে আজ বিবেক বর্জিত হয়ে বসে আছি।
- দেখছে ইহুদিদের মুসলমান নিশ্চিহ্ন করার খেলা
- কোথায় জাতিসংঘ, কোথায় ওআইসি,কোথায় নিরাপত্তা পরিষদ।
- সকলে স্তব্ধ হয়ে গেছে আজ
- আমাদের এই করুন দৃশ্য দেখে।
- ইহুদিদের ধ্বংসলীলায় প্যালেস্টাইন পরিণত হয়েছে রক্তাক্ত কাব্যে।
- রচনাকালঃ
- ১২/০৫/২০২১
২৪৯জন
১৮০জন
৮টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
চমৎকার মানবতা কবিতা কবি দা
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
আরজু মুক্তা
এমন ঘটনা আর না ঘটুক। মানবিকতা জেগে উঠুক।
শুভ কামনা
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম ঠিক বলেছেন
হালিমা আক্তার
জেগে উঠুক মানবতা, জয় হোক মানবতার। শুভকামনা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম ঠিক বলেছেন।
শুভকামনা রইল
হালিম নজরুল
মানবতার জয় হোক।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল।।।