রক্তের তবু নেই শেষ,
জুলুম এলে আবার হবে রক্তমাতৃক দেশ।
গঙ্গা, সুরমা,ব্রম্ম, যমুনা,
আবার ভাসবে লাশ পিছু যাবো না।
আবার শকুন খাবে তাজা তাজা লাশ,
তবু জানিয়ে দিবো বিশ্বে এ দেশে বিদ্রোহীদের বাস্।
এ দেশের মানুষ রক্ত দেখেছে, এ দেশের মানুষ একদিন মরেছে,
এ দেশের মানুষ কাঁদতে কাঁদতে তবু স্বাধীনতা বাঁচিয়েছে।
আবার ধরবে লাঠি, প্রয়োজনে কাটাকাটি,
করবে হাঁটাহাঁটি রাজপথ আন্দোলনে,
আবার অবাক হবে বিশ্ব জাতহীন বন্ধনে।
Thumbnails managed by ThumbPress
১৩টি মন্তব্য
ইকরাম মাহমুদ
জুলুম এলে আবার হবে রক্তমাতৃক দেশ।
চমৎকার উপস্থাপন।
হাবিব শুভ
ধন্যবাদ 🙂
আবু খায়ের আনিছ
ভাই কোন দিকে ইঙ্গিত দিলেন সেটাই ত পরিস্কার করতে পারলাম না।
হাবিব শুভ
আবার যদি দেশে যুদ্ধ লাগে তাহলে প্রয়োজনে আবার রক্ত ঝরবে
আবু খায়ের আনিছ
স্বাধীন দেশে যুদ্ধ লাগার সম্ভবনা কোথায় দেখলেন আপনি? যাইহোক, সরাসরিই বলি এলোমেলো মনে হয়েছে লেখা, আরো গুরুত্ব দিবেন আশা করি।
হাবিব শুভ
যুদ্ধ কি শুধু অন্য দেশের সাথে হয়??? আই.এস যে যুদ্ধ ঘোষণা করলো সেটাকি যুদ্ধ না???
নীলাঞ্জনা নীলা
প্রথম লাইনের সাথে শেষ লাইনের কোনো মিল পেলাম না।
“এ দেশের মানুষ রক্ত দেখেছে, এ দেশের মানুষ একদিন মরেছে,
এ দেশের মানুষ কাঁদতে কাঁদতে তবু স্বাধীনতা বাঁচিয়েছে।” সে নয় বুঝলাম।
হয়তো আপনার লেখা কারো ভালো লাগতে পারে, কারো আবার না।
ভালো না লাগার কারণটা বের করার চেষ্টা করুন। আপনাকে জ্ঞান দিতে আসিনি, আবার ভুল বুঝবেন না।
হাবিব শুভ
আমি সমালোচক দের পছন্দ করি। কোন বিষয়ে সমালোচনা না থাকলে ভুল শুদ্ধ বুঝা যায় না। ধন্যবাদ। আগামী পোস্ট গুলোতে আরও বেশি করে পর্যবেক্ষণ আশা করছি 🙂
হাবিব শুভ
“জুলুম এলে আবার হবে রক্তমাতৃক দেশ” মানে আবার নদীর পানির মতো রক্ত ভাসবে দেশে।
“আবার অবাক হবে বিশ্ব জাতহীন বন্ধনে” মানে আবার সব ধর্মের মানুষ এক হয়ে লড়ে যাবে।
মৌনতা রিতু
রক্তে ভেসেছে দেশ সেই কাল থেকে কালে। সভ্য যে সমাজ সেও রক্তে ভিজেছে কাল থেকে কালে। তবুও মানুষ হয়নি সভ্য।
কাটাকাটিতে বিশ্বাষী না হয়ে সভ্যতায় সভ্য হোক দেশ ও জাতি।
হাবিব শুভ
🙂
ইঞ্জা
😮
হাবিব শুভ
🙂