“রক্তমাতৃক দেশ”

হাবিব শুভ ৩১ জুলাই ২০১৬, রবিবার, ০১:৪৮:০৬অপরাহ্ন বিবিধ ১৩ মন্তব্য

রক্তের তবু নেই শেষ,
জুলুম এলে আবার হবে রক্তমাতৃক দেশ।
গঙ্গা, সুরমা,ব্রম্ম, যমুনা,
আবার ভাসবে লাশ পিছু যাবো না।
আবার শকুন খাবে তাজা তাজা লাশ,
তবু জানিয়ে দিবো বিশ্বে এ দেশে বিদ্রোহীদের বাস্।
এ দেশের মানুষ রক্ত দেখেছে, এ দেশের মানুষ একদিন মরেছে,
এ দেশের মানুষ কাঁদতে কাঁদতে তবু স্বাধীনতা বাঁচিয়েছে।
আবার ধরবে লাঠি, প্রয়োজনে কাটাকাটি,
করবে হাঁটাহাঁটি রাজপথ আন্দোলনে,
আবার অবাক হবে বিশ্ব জাতহীন বন্ধনে।

0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress