রক্তবমির গল্প

হাফেজ আহমেদ রাশেদ ১ জুলাই ২০১৯, সোমবার, ১২:৪৬:৩৭অপরাহ্ন কবিতা ২০ মন্তব্য

মিথ্যেচারের শিকলে আমি লৌহকপাটে বন্দি
মৃত্যুর সাথে বহুপূর্বেই আমি করিয়াছি সন্ধি!
আমি বিশ্বজিতের রূপ শত চাপাতির কুপ গেঁথেছি আমার বুকে,
উন্মাদ আমি হাসিয়াছি গো কাঁদিনি তনুর শোকে।
নৃত্য করেছি লাশের বহরে তাজরিন ফ্যাশনে,
বিচার আমি পাইনি কো কভূ ঐ ক্ষমতার আসনে।
রানা প্লাজা ধসে মরেছি আমি সহস্র লাশের রূপে,
সেথায়ও বিচার ভেসেছে আমার কালোটাকারি তোপে।
আমি রাজনের রূপে মরেছি, আর আঘাতে করেছি চিৎকার,
বিচার সেথাও হয়েছে উধাও,মানবতায় দিয়েছি ধিক্কার।
আমি লোকালবাসে মাজেদা হয়ে সতীত্ব করেছি নাশ,
ভাইয়ের সামনে ধর্ষিতা হয়ে করেছি আশপাশ।
আমি খাদিজা হয়ে জনসম্মুখে হয়েছি ক্ষতবিক্ষত,
বেল্ডে কেটে পাষন্ডের দল নিয়েছে আমার সতীত্ব।
সাগর রুনির লাশ হয়েও তিক্ত আমার স্বাদ,
বিচারের দায় নেয় না কেহ, দোষীদের নিয়ে আহ্লাদ।
আমি নুসরাত হয়ে মাদ্রাসাতে দগ্ধ হয়ে জ্বলেছি,
আমি রিফাত হয়েও জনসমুদ্রে নৃশংসভাবে মরেছি।
জন্মলগ্ন থেকেই আমি মরেছি বারংবার,
লজ্জিত আমি বিচার চেয়ে,চাইবো না বিচার আর।
আমি শতসহস্রবার রাজা আর ক্ষমতার হাতে মরছি,
আমি একটি স্বাধীন দেশ হয়ে আজো রক্ত বমি করছি।
''''''''''""""""""""""""""""""""""""""""

জাহিদপুর, মোকামবাজার
রাজনগর, মৌলভীবাজার

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ