রক্তফুল

দালান জাহান ১৫ আগস্ট ২০২১, রবিবার, ০৭:৪১:৫৪অপরাহ্ন কবিতা ৯ মন্তব্য

 

 

রক্তফুল! রক্তফুল ফুটে আছে ধরায়

পবিত্র সে নাম যখনই ফোটে 

রক্ত ঝরায়! রক্ত ঝরায়! 

 

এই অশ্রুগঙ্গায় আজও সেই কণ্ঠ শুনি 

এই রক্তগঙ্গায় আজও ধ্বনিত সে

সেই সংগ্রামী শিশুর বজ্রধ্বনি। 

 

এই বুক মিশে আছে যার রক্তধারায়

বাঁচার শক্তি সে মিশুক পুরুষ 

আজও ঝলকায় দ্যুতি ছড়ায়। 

 

যে লোহার পর্বত ভেঙে সূর্য উঠাতে জানে

মুক্তির ভয়াল স্রোতে হাঁটতে জানে

সর্বদা সে মিশে থাকে বাঙালির মনে। 

 

হৃদয়ে হৃদয়ে বড়ো হয় রক্ত মাখা গাছ

শোক উৎসবে নিমজ্জিত নদী বাংলা 

আমরা মুমূর্ষু শোকার্ত ক্রন্দনরত মাছ। 

 

দালান জাহান 

১৫.০৮.২১

 

 

 

 

0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ