যে যার মতো

ইসিয়াক ৫ মার্চ ২০২০, বৃহস্পতিবার, ০৬:১৭:২৩অপরাহ্ন কবিতা ১৫ মন্তব্য

আকাশ জু‌ড়ে মেঘ ক‌রে‌ছে,
আঁধারে গে‌ছে ছে‌য়ে।
একলা একা ব‌সে আ‌ছে,
অনাথ ছোট্ট মে‌য়ে।

ছুট লাগা‌লো যত মানুষ,
যে যার বা‌ড়ির পা‌নে।
আপনজ‌নের কা‌ছে ছো‌টে,
আপন মায়ার টা‌নে।

মা বাবা নাই ছোট্ট খুকির,
নেইতো বাড়ি ঘর।
ঘরে চলো ,বিপদ এলো,
নেই কেউ বলার তার।

হঠাৎ খুকি ভয় পেলো খুব
বাতাস উঠলো জোরে।
ছুটলো বনের পশুপাখিও,
সবাই তখন ঘরে।

খুকি কাঁপে থরথরিয়ে,
ভয়ানক বাতাস বয়।
ভয়ের মাঝে ছোট্ট খুকির,
দিক হারিয়ে যায়।

হুড়মুড়িয়ে টিন যে ওড়ে,
ভাঙে গাছের ডাল।
বাতাসের ধাক্কাতে খুকি,
বড্ড নাজেহাল ।

ছোট্ট খুকি পড়ে গেলো,
ভয়ে দিলো চিৎকার।
ঝড়ের কালে যে যার মতো,
কেউ নেই দেখার তার।

অনেক কষ্টে ছোট্ট খুকি,
উঠলো আবার ঠেলে।
বুঝলো সে একলা একা,
কেউ নেবেনা কোলে।

এবার খুকি হাটলো সোজা,
কাক ভিজে বৃষ্টিতে।
আশ্রয়ের খোঁজে নিজেই নিজে,
হাঁটলো অজানার পথে।

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ