যে-ই টুকু স্বাধীনতা পেলে

জাহাঙ্গীর আলম অপূর্ব ১৭ জুন ২০২১, বৃহস্পতিবার, ০৮:৩৩:২৪পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য
  1. স্বাধীনতা চাই,
  2. যে-ই টুকু স্বাধীনতা পেলে
  3. শিশু মায়ের কোলে নিরাপদে দুগ্ধ পান করতে পারব।
  4. কেউ চাইলে বোমা বিস্ফোরণ করতে পারে না
  5. সেই টুকু স্বাধীনতা ।
  6. যে-ই টুকু স্বাধীনতা পেলে
  7. রাখাল উদাস মনে বাঁশি বাজাতে পারবে খোলা মাঠে
  8. শঙ্কাহীন ভাবে প্রকৃতির সাথে ।
  9. যে-ই টুকু স্বাধীনতা পেলে,
  10. কৃষক গ্রীষ্মের দুপুরও বিরতিহীন ভাবে কাজে করে পারবে ।
যে-ই টুকু স্বাধীনতা পেলে
মানবতাহীন মানুষের কাছে মানবতা ফিরে আসবে 
শুধু চাওয়া টুকুন স্বাধীনতা। 
যে-ই টুকু স্বাধীনতা পেলে
জমির মালী নির্বিঘ্নে কাননে ফুল ফুটাতে পাটবে
মনে ভয় থাকবে না।
যে-ই টুকু স্বাধীনতা পেলে
টেপির মা উঠোনে দাঁড়িয়ে খইয়ের ধান
সুন্দর করে শুকাতে পারবে।
যে-ই টুকু স্বাধীনতা পেলে
অবুঝ শিশু মাছরাঙার নিত্য শিকার দেখতে পারবে।
যে-ই টুকু স্বাধীনতা পেলে
শিক্ষক তার শিক্ষার্থীকে সুন্দর তৈরি করতে পারবে।
যে-ই টুকু স্বাধীনতা পেলে
মুয়াজ্জিন মসজিদে গিয়ে নির্বিঘ্নে আযান দিতে পারবে।
যে-ই টুকু স্বাধীনতা পেলে
আবার শোকার্ত মায়ের একটু স্বস্তি ফিরিয়ে আসবে।
যে-ই টুকু স্বাধীনতা পেলে
কবি, সাহিত্যিক, নাট্যকার ঔপন্যাসিকেরা
সুন্দর সুন্দর কবিতা, গল্প, নাটক, উপন্যাস
লিখে জাতির কল্যাণ বয়ে আনতে পারবে  
সেই টুকু স্বাধীনতা চাই  । 
রচনাকালঃ
১৫/০৬/২০২১
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ