যেমনটা ভাবছেন এমনটা না

রাফি আরাফাত ২৪ মে ২০১৯, শুক্রবার, ০৩:৩৪:৩২অপরাহ্ন গল্প ৭ মন্তব্য
  • গল্পটা কেউ পড়বেন না। পড়লে কি হবে তা আমি জানি না।

- তুমি আমার জীবনে কেন এসে ছো?
- জানি না।
- কি জন্য এসে ছো?
- জানি না।
- এখন আমাকে কোথায় নিয়ে যাচ্ছো?
- জানি না।
- কেন নিয়ে যাচ্ছো।
- মন বলছে তাই।
- মন কি বলছে?
- জানি না।
- কেন জানো না?
- সেটা আসলে জানি না।
- আমাকে ভালবাসো তুমি?
- জানি না।
- কেন জানো না?
- জানা জিনিসে মায়া বেশী, রহস্য কম। আর অজানা জিনিসে কেমন তা আমি জানি না। মায়া জিনিসটা ভালো না। তাই আমি জানি না।
- কেন জানো না?
- জানলেও বলবো না।
- কেন বলবা না?
- বলার ভাষা নেই তাই।
- কেন ভাষা নেই?
- ভালবাসা কিভাবে বলে সেটা বলার ভাষা আমার জানা নেই তাই।
- কেন ভালবাসি বললে হবে তো।
- না হবে না।
- কেন হবে না?
- ভালবাসি বললে ভালবাসা হয়না।
- কেন হয় না।
- ভালবাসার সূচনালগ্নে তুমি আমি কেউ ছিলাম না তাই।
- তাতে কি হয়েছে?
- কিভাবে ওরা ভালবাসা শুরু করেছে তুমি জানো?
- না জানি না।
- তাহলে কিভাবে বুজলে ভালবাসি বললে ভালবাসা হয়?
- তাহলে কি বললে ভালবাসা হয়?
- জানি না।
- কেন জানো না?
- দরকার হয়নি জানার তাই।
- কেন দরকার হয়নি?
- কখনো কাউকে ভালবাসিনি তাই।
- কেন ভালবাসোনি?
- সেটা আসলে জানি না।
- কি জানো তুমি?
- আমি কিছুই জানি না।
- জানার ইচ্ছে হয়না?
- হুম হয়।
- তাহলে বলো না কেন?
- মনে থাকেনা তাই।
- আমার ভালবাসাও কি মনে থাকবে না তোমার?
- জানি না।
- কেন জানো না?
- কারন যদি জানার পর বুজতে পারি যে,হ্যাঁ আমার মনে থাকবে না তোমার ভালবাসা, তাহলে কি হবে?
- আমি কষ্ট পাবো।
- তাহলে কেন জানতে বলছো?
- জানি না আমি।
- হুম আমিও তাই জানতে চাই না।
- তোমার না জানার শেষ কোথায়?
- অসীমে।
- কেন?
[ কারন যা জানি না তা আমাদের কখনো কষ্ট দেয় না। আমরা যা জানি তাই আমাদের কষ্ট দেয়]

এই গল্পটা কেন পড়েছেন? আমি প্রথমেই পড়তে মানা করছি। তারপরও পড়ছেন আপনি। এই কেন এর উত্তর যদি জানি না হয় তাহলে আমি সার্থক!আর যদি উত্তর অন্য কিছু হয় তাহলে কি হবে সেটা আমি জানি না।

0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ