যেদিন তারে পাবো

রাহাত হোসেন ২৪ ফেব্রুয়ারি ২০১৬, বুধবার, ০৭:৪৬:৪৯পূর্বাহ্ন কবিতা ৯ মন্তব্য

অনেক দিনের ইচ্ছা আমার প্রেমের কাব্য লেখার,
জানি না ভাই ক্যামনে হবো সেই কবিতার মেকার?
এটা আমার ইচ্ছা না ভাই অনেক দিনের আশা,
কি করে যে লেখবো তাহা পাই না খুঁজে ভাষা।
চাইলে কি আর লেখা হবে ঠাকুর দাদার মত,
হয় না তেমন লেখা আমার আবেগ ঢালি যত।
নাই রে আমার প্রেমের কাব্যে তেমন কোন মায়া,
নজরুল যেমন ভাসাত ভাই বিদ্রোহতে কায়া।
লালন ফকির যা লিখেছেন তাতে আমি জব্দ,
পাই না খুঁজে লেখতে তাহা মনের মত শব্দ।
একটা নারীর রূপের আভা ভাষায় ক্যামনে তোলে,
তার মায়াতে বিশ্বনিখিল প্রেমের ঘোরে দোলে।
নাই হেরি পথ লেখার কোন রূপ ফোটানোর আশায়,
হাসন রাজা পেয়ারীর প্রেমে লিখলো নানান ভাষায়।
হাজার মানুষ হাজারভাবে নিজের প্রেমকে দেখে,
সেই প্রেম ভাই খাতায় কলম কি করিয়া লেখে।
এসব ভেবেই লেখার তরে ভাষা হারায় ফেলি,
হারিয়ে গিয়ে রূপের মোহে শব্দ নিয়ে খেলি।
এই খেলাতে ভাবতে গিয়ে কলম আটকে যায়,
কল্পনাতে ডুবে এ মন ভাষা খুঁজে পা্‌য়।
একেক জনের কাছে প্রেমের একেক রকম ভাষা,
তাদের খাতায় কলম দিয়েই প্রেমের যাওয়া আসা।
সেই প্রেম ভাই লিখতে খাতায় আজ করেছি পণ,
না লিখে সেই প্রেমের কাব্য ভরবে না এ মন।
লেখার তরে ভাববো কারে সেই দ্বিধাতে পরে,
কল্পনাতে আঁকতে সে মুখ আছি তাহার ঘোরে।
কোনভাবেই হয় না আঁকা সে মুখখানি ভাই,
প্রেমের কাব্য লেখার তরে প্রেমিকা থাকা চাই।
এই অভাগার কপাল পোড়া প্রেমিকা নাই মোর,
চলছে না তাই খাতার পরে কলমখানির জোর।
সব আয়োজন করে বসেও হল না ভাই লেখা,
লেখবো সেদিন যেদিন পাবো কারও প্রেমের দেখা।
তার আগে ভাই লিখতে গিয়ে ভাবটা হবে নষ্ট,
ছন্দ তালে মিল করিতেও হবে ভারী কষ্ট।
যেদিন আমি বুক বেধে ভাই পড়বো কারও প্রেমে,
সেদিন শব্দ মাথা হতে খোদ আসিবে নেমে।
ততদিন এই কলম না হয় বোবা হয়েই থাকুক,
কল্পনাতেই নিজের মত তাহার ছবি আঁকুক।
ছবির মানুষ ধরা দিলেই কাব্য গড়ে যাবো,
কাব্যের ইতি টানবো সেদিন যেদিন তারে পাবো।।

রাহাত হোসেন

0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress