
শীতের উষ্ণতা বেড়েছে চারপাশ
একাকীত্বের প্রহরে জেগেছে প্রেম
বুঝতেই পারিনি কোন মৌহ আমাকে বিলুপ্ত করে
কোন রুপ আমাকে জাগিয়ে তোলে
কোন গুন আমাকে প্রভাবিত করে ,
কোন কন্ঠ আমাকে সাড়া জাগায়
আমি ধীরে ধীরে প্রশমিত হই,
নিজের অস্তিত্বকে খুঁজে বেড়াই
দেহমনের অলিতে গলিতে বিকশিত হই
কত গোপন ইচ্ছা মনের স্তরে স্তরে
সুপ্ত হয়ে ফুটে আছে অস্পর্শের অভিসারে
বুঝতেই পারিনি, এযাবৎ কাল
আমাতে আমি এতোটা বিস্তৃত , সুবাসিত
স্বপ্নে বিভোর হই, আলপনা আঁকি
প্রজাপতির ডানায় চোখ রাখি,
গোধুলীর সাঝে হেঁটে যাই বহুদুর ,
উদ্দীপনা বাড়ে, কবিতার খাতায়,
স্মৃতি গাঁথা হয়, প্রতিদিনের ডায়রিতে
নিবেদিত হই, আপন সত্তার গভীরে
আবদ্ধ হই, অদৃশ্য মায়ার ব্যষ্ঠনীতে
রাত গভীরে আবিস্কার করি
যেই আমি, সেই কদু ।
রচনা কাল ঃ ১১/১২/২০২০
ঢাকা
৮টি মন্তব্য
ফয়জুল মহী
মুগ্ধ হলাম আপনার কাব্যকথায়,
খুব সুন্দর সোনালী প্রকাশ করেছেন
ভালোবাসা রইলো আপনার প্রতি
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই,
অনেক শুভ কামনা সহ ভালবাসা অহর্নিশি
সুপর্ণা ফাল্গুনী
রাতের আঁধারে এসে এটাই হয় , ‘যেই আমি, সেই কদু’। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা। শুভ সন্ধ্যা
কামরুল ইসলাম
ধন্যবাদ ও শুভ কামনা সহ শুভ রাত্রি
রোকসানা খন্দকার রুকু
হা হা হা হা। যেই আমি সেই কদু।
শুভ কামনা রইলো ভাইয়া।🌹🌹
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু,
অনেক শুভ কামনা
আরজু মুক্তা
আসলেই পর্যবেক্ষণ করলেই বোঝা যায়। আমি দিনে কেমন, আর রাতে কেমন?
কামরুল ইসলাম
ঠিক তাই,
ধন্যবাদ