আমিও মাতাল হই, কিছু না কিছুর কারণে...
হয়তো জীবনপথ বুঝতে চেয়েই ;
কাটে না কাটে না ঘোর, হায়! অসহায়
হয়ে হয়ে... ঘুরিফিরি... চক্রাকারেই........
কেউ খেয়ে, কেউ পান করে করে, কিভাবে যেন
কেউতো দেখে অথবা, কিছুটা শুনেই,
সুগন্ধে মাতোয়ারা, কেউ ছুঁয়ে, ছুঁয়েছে নেশা...
স্বপ্নে কিংবা ঘুমে.... অনেকে জেগেই...
ভাবনায় ভেসে ভেসে, কেউ কেউ ভেবেই ব্যাকুল...
কোনোজন ভাবেও না, কিছু না ভেবেই
অবাধ্য-অবোধ্য....... কিভাবে অবাধে অকারণে,
দারুন মাতাল হয়ে.... নুয়ে নেশাতেই....................
-
.
.
.
রাত ২ .১৫
১৪.১২.২০১২
-
Thumbnails managed by ThumbPress
১৬টি মন্তব্য
জিসান শা ইকরাম
কাটে না কাটে না ঘোর, হায়! অসহায়
হয়ে হয়ে… ঘুরিফিরি… চক্রাকারেই…….. অসাধারন কথা মালা ।
অনেক আবেগময় মনে হচ্ছে কবিতা
ছোট এবং সুন্দর ।
এই ছোট ব্লগ সোনেলায় স্বাগতম
নিয়মিত লেখা পাবার অপেক্ষায় ।
অন্তরা মিতু
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা…. এই ব্লগে আমার প্রথম লেখায় প্রথম মন্তব্যটি আপনার… এই জন্য বিশেষ ধন্যবাদ 🙂
প্রজন্ম ৭১
অনেক ভালো লেগেছে ।
অন্তরা মিতু
আপনার প্রতি আন্তরিক ধন্যবাদ রইলো 🙂
নীহারিকা
সুন্দর কবিতা
অন্তরা মিতু
ধন্যবাদ নীহারিকা…… সাথে থাকবেন আপনার জোছনা নিয়ে……..
যাযাবর
ভালো লেগেছে মিতু আপু।
অন্তরা মিতু
আপনার ভালোলাগায় সম্মানিত হলাম, যাযাবর; পাশে রাখবেন…
এই মেঘ এই রোদ্দুর
অনেক ভাল লাগল
অন্তরা মিতু
অনেক ধন্যবাদ আপনাকে, আমার লেখা পড়ার জন্য…
শিশির কনা
আপনি খুব ভালো কবিতা লিখেন। এটিও অনেক ভালো। ফেবুতে দেখেছি আপনার কবিতা।
অন্তরা মিতু
🙂 … লইজ্জা পাইলাম……
আপনি ফেবুকে কি নামে আছেন? আমি আপনাকে বন্ধু-অনুরোধ পাঠাতে চাই যদি এ পর্যন্ত আমরা বন্ধু না হয়ে থাকি…… আমাকে অনুপ্রেরণা দেয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা রইলো….
জবরুল আলম সুমন
অসাধারণ লিখেছেন… আমি আফনের ভক্ত, থুক্কু আফনের লেখার ভক্ত, শুধু ভক্ত না, আন্ধা ভক্ত…
সোনেলায় স্বা স্বা স্বাগতম… প্যেত্তেকদিন লেইকেন কিন্তু!
অন্তরা মিতু
স্বাগতম গ্রহণ করা হলো……
এত বড় ‘ভক্ত’ হলে বলতে যেয়ে এত বাধলো কেন বুঝলাম না……. অন্ধ হলে চোখে দেখায় সমস্যা হতে পারে, বলতে কেন সমস্যা হবে???
হতভাগ্য কবি
কিসের জন্য যেন এক গোপন ভালোবাসা আছে এই কবিতায়। অদ্ভুত ভালো
অন্তরা মিতু
অনেক কৃতজ্ঞতা কবি…