যুক্তাক্ষর

অন্তরা মিতু ১৫ জানুয়ারি ২০১৩, মঙ্গলবার, ০৫:২১:০৭অপরাহ্ন কবিতা, বিবিধ ১৬ মন্তব্য

আমিও মাতাল হই, কিছু না কিছুর কারণে...
হয়তো জীবনপথ বুঝতে চেয়েই ;
কাটে না কাটে না ঘোর, হায়! অসহায়
হয়ে হয়ে... ঘুরিফিরি... চক্রাকারেই........

কেউ খেয়ে, কেউ পান করে করে, কিভাবে যেন
কেউতো দেখে অথবা, কিছুটা শুনেই,
সুগন্ধে মাতোয়ারা, কেউ ছুঁয়ে, ছুঁয়েছে নেশা...
স্বপ্নে কিংবা ঘুমে.... অনেকে জেগেই...

ভাবনায় ভেসে ভেসে, কেউ কেউ ভেবেই ব্যাকুল...
কোনোজন ভাবেও না, কিছু না ভেবেই
অবাধ্য-অবোধ্য....... কিভাবে অবাধে অকারণে,
দারুন মাতাল হয়ে.... নুয়ে নেশাতেই....................

-

.
.
.

রাত ২ .১৫
১৪.১২.২০১২
-

 

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress