
ইট পাথর সিমেন্টে ঘেরা শহরে
মানুষগুলি যন্ত্রের মতো করে
অবিরাম ছুটে চলে।
পাশে থাকা
মানুষটার খোঁজ নেওয়ার
সময় নেই তাঁর হাতে,
দূরের স্বজনের
খবর নিবে কিভাবে।
সূর্যোদয় এর সাথে ছুটে চলে
ঘড়ির কাঁটা।
দিন শেষে সন্ধ্যায়
কর্ম ক্লান্ত দেহে বাড়ি ফেরা,
বাসায় প্রিয়জনের মন রক্ষা
সময়ের প্রয়োজনে যায় না রাখা।
মগজে বাসা বাঁধে
আগামীর দাপ্তরিক বার্তা,
আজ কোন কাজ হয়নি
কাল কী করতে হবে
কীভাবে করতে হবে।
হাজারো ভাবনায়
মগজের সাথে মননের
হয়না একসাথে বসা,
সম্পর্কের ভাঁজে থাকা
প্রিয়জন , ব্যস্ততার
আবরণে পড়ে যায় ঢাকা।
ধূসর ধুলায় ধোঁয়াসিত জীবন
দূরত্বের পরে দূরত্বে
কেঁটে যায় সুতোর বাঁধন,
মনের বুননে হয়না
বেণী বাঁধা।
এভাবে একে একে
কেটে যায় বেলা,
সময় হয়না
নিজের খবর নেওয়ার।
১২টি মন্তব্য
খাদিজাতুল কুবরা
কি সুন্দর লিখেছেন আপু অল্প কথায়। আগামীর দাপ্তরিক বার্তা আমাদের বর্তমানকে ও কুক্ষিগত করে রাখে এটা কতটা প্রাসঙ্গিক এখনকার সময়ে তা বলার অপেক্ষা রাখেনা।
এই এক লাইনেই মহাকাব্য লুকিয়ে আছে।
হালিমা আক্তার
এ মন্তব্য আমার লেখার অনুপ্রেরণা হয়ে রইলো। অশেষ ধন্যবাদ ও শুভকামনা। ভালো থেকো।
নার্গিস রশিদ
‘মগজের সাথে মননের হয়না এক সাথে বসা’ একেবারে ব্যাস্ত জীবনের বাস্তব কথা। ভালো লাগলো । শুভ কামনা অনেক।
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর জীবনবোধের কবিতা!
’শুভ সকাল’
শুভ কামনা রইল সতত।
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
আলমগীর সরকার লিটন
সম্পর্কের ভাঁজে থাকা
প্রিয়য়জন , ব্যাস্ততার
আবরণে পড়ে যায় ঢাকা।
চমৎকার এক ভাবনার উপলব্ধিকর প্রকাশ কবি আপু ভাল থাকবেন
হালিমা আক্তার
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
সাবিনা ইয়াসমিন
ব্যস্ততা, সময়ের সাথে পাল্লা দিয়ে নিরন্তর ছুটে চলা মানুষ গুলো হয়তো গতি পায় কিন্তু হারিয়ে ফেলে নিজের একান্ত অনুভূতি, কখনো বা প্রিয়জন। যখন থেমে যায়, গতিধীর হয় তখন অনেকের পাশে কেউ থাকে না। একদিন চরম ব্যস্ততায়/অবহেলায় যাকে ফেলে এসেছিলো তার কাছে ফেরার উপায়ও বন্ধ হয়ে যায়।
লেখাটি আরও কিছুবার পড়তে হবে। অনেক জায়গায় টাইপ মিস করেছে।
অবিরাম ছুটে চলে।
পশে থাকা
মানুষটার খোঁজ নেওয়ার..
দূরে, স্বজন, নিবে, প্রিয়জন, ব্যস্ততা।
হালিমা আক্তার
অনেক অনেক ধন্যবাদ আপা ভুল গুলো চিহ্নিত করে দেয়ার জন্য। শুভ সকাল।
রোকসানা খন্দকার রুকু
আমারা স্বার্থপর ও ব্যস্ত। খোঁজ রাখবো ক্যামনে!!
হালিমা আক্তার
সময় আমাদের স্বার্থপর করে দিচ্ছে। অশেষ ধন্যবাদ ও শুভকামনা রইলো।