যান্ত্রিক জীবন

হালিমা আক্তার ৩ আগস্ট ২০২২, বুধবার, ১১:৫২:১৫অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য

ইট পাথর সিমেন্টে ঘেরা শহরে

মানুষগুলি যন্ত্রের মতো করে

অবিরাম ছুটে চলে।

পাশে থাকা

মানুষটার খোঁজ নেওয়ার

সময় নেই তাঁর হাতে,

দূরের স্বজনের

খবর নিবে কিভাবে।

সূর্যোদয় এর সাথে ছুটে চলে

ঘড়ির কাঁটা।

দিন শেষে সন্ধ্যায়

কর্ম ক্লান্ত দেহে বাড়ি ফেরা,

বাসায় প্রিয়জনের মন রক্ষা

সময়ের প্রয়োজনে যায় না রাখা।

মগজে বাসা বাঁধে

আগামীর দাপ্তরিক বার্তা,

আজ কোন কাজ হয়নি

কাল কী করতে হবে

কীভাবে করতে হবে।

হাজারো ভাবনায়

মগজের সাথে মননের

হয়না একসাথে বসা,

সম্পর্কের ভাঁজে থাকা

প্রিয়জন , ব্যস্ততার

আবরণে পড়ে যায় ঢাকা।

ধূসর ধুলায় ধোঁয়াসিত জীবন

দূরত্বের পরে দূরত্বে

কেঁটে যায় সুতোর বাঁধন,

মনের বুননে হয়না

বেণী বাঁধা।

এভাবে একে একে

কেটে যায় বেলা,

সময় হয়না

নিজের খবর নেওয়ার।

৪০০জন ২৬৩জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ