যাচ্ছেতাই

নীল রঙ ১২ এপ্রিল ২০১৪, শনিবার, ০৪:২০:৫৯পূর্বাহ্ন বিবিধ ১৪ মন্তব্য

:এই যে,
-হুম
:কি করেন???
-সিগারেট ফুকি।
:এই রাতে??শরির খারাপ করবে যে
-মধ্যরাতে শরির খারাপ করে না।মন খারাপ করে।
:উফফ আপনি খারাপ।
-ভাল কবে বলেছি???
:চা খাচ্ছি,খাবেন??
-হুম ইচ্ছে করছে খেতে।কিন্তু বাসায় চিনি নেই যে।
:ইশশ অভাগা।
-আমি বেচাড়া,অভাগা নই।অভাগা হয় যাদের পাশে রাত জাগার কেউ থাকে না।
:আপনার পাশে রাত জাগার কেউ আছে বুঝি??কে সে??দেখতে কেমন??
-আছে তো।আপনি যেমন।
:এহহহহহহ।আমি তো একাই রাত জাগি।
-জানেন এক এক যোগ করলে দুই হয়।ছোট বেলায় পড়েননি বুঝি??
:পড়েছি।আচ্ছা চলেন মেনে নিলাম।চাঁদ দেখেছেন??
-আমি চাঁদ দেখি না,চাঁদের আলো গায়ে মাখি।
:ভাবুক কবি।
-যা ইচ্ছে তা বলতে পারেন।
:ঘুমতে গেলাম।আপনি যাবেন না??
-আমি ঘুমিয়ে পড়লে রাত যে একা হয়ে যাবে।আপনি ঘুমান।শুনেছি ঘুমন্ত সময় মানুষকে সবচেয়ে বেশি সুন্দর লাগে।
:হা হা হা হা হা।।যাই তবে?
-সাবধানে থাকবেন।টেইক কেয়ার।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ