যাও মেঘ

আগুন রঙের শিমুল ২০ জানুয়ারি ২০১৫, মঙ্গলবার, ০৩:২০:৫০পূর্বাহ্ন কবিতা ৩৬ মন্তব্য

ছায়া ঢাকা নীহারিকা,ছায়া ছায়া প্রেম
দ্রোহে ও মিলনে যুগল শ্রাবণে
উড়াল মেঘেরা তোমার উঠোনে,
যাও মেঘ -
বিরহী বধুর পানে
ভালোবাসাটুকু জানাও তাহারে
একলার নিরজনে।

যাও মেঘ -
ঝরাও বরিষণ
ধারাজল ছোঁও বধুয়া
জুড়াও তোমার বিরহ তপ্ত পরাণ।

অপেক্ষার আকুল চাতক,
খাঁখাঁ বুক, অপেক্ষার তীরভূমি
তরঙ্গভঙ্গের অপেক্ষায় আকুল
ঢেউ হয়ে কবে এ বুকে আছড়ে পরবে তুমি ।

উৎসর্গ - সকল মেঘেদের প্রেমিকাদের 🙂

0 Shares

৩৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ