যমুনার জল@ এজহারুল এইচ শেখ

এজহারুল এইচ শেখ ১৪ জানুয়ারি ২০১৩, সোমবার, ১০:০৮:৩৮পূর্বাহ্ন কবিতা ৪ মন্তব্য

পায়রার খসে পড়া দানা সরষের,
খুঁজে ফিরেছি পথ-ঘাট মাঠে,
দীগন্ত পেরিয়ে কোন অজানা অলিন্দে!
শূন্য মরুর বুকে যেখানে শিশু কাঁদে,
কান্নার স্বর যেখানে বালিতে মেশে,
বাতাসে বোঝা যায় না অভুক্ষ হা-পিত্তেস,
সেখানে আমি ফুফিয়ে কাঁদতে গিয়েছিলাম!

কোনো এক ভোরে কলাপাতার টুপটাপ করে,
শিশিরে বয়ে দিতে ছেয়েছিলা আমার কান্না!
কুকুরের লালায় অহরহ বয়ে যায়,
আমার মায়ের বালিশকোনার জল!

মায়ের এঠো শরের রক্ত জমাট বুকে,
শিশির ছিপিতে করে একবারেই জমজম জল ঢেলে দিতে চেয়েছিল,একবার কোন এক বালিকা !
মায়ের মেয়ে মা হবে ভেবে আর পারিনি!
পাশ দিয়ে গড়িয়ে পড়ে স্মৃতিসৌধের ফাঁক দিয়ে যমুনার খাদে!
আমি জন্মকাল থেকে খুঁজে ফিরি, সেই দানা যমুনার জলে....

@ বাড়ি,
তারিখ-১৩/০১/১৩
সময়-৮ঃ৩৭ সকাল

0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ