যদি ভাবে! (ট্রায়োলেট)

বোরহানুল ইসলাম লিটন ১২ এপ্রিল ২০২১, সোমবার, ০৭:০২:৪১পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য

মানুষ মানুষে সদা ভেদাভেদ গড়ে
যদি তা দেখেও ভাবে বেশ আছি ভালো,
জেনো সে হৃদয় গেছে চিরতরে মরে
মানুষ মানুষে সদা ভেদাভেদ গড়ে।
আঁধারে যদি সে কাঁদে অনুতাপী দোরে
জোনাকও লুকাবে শেষে আপনার আলো,
মানুষ মানুষে সদা ভেদাভেদ গড়ে
যদি তা দেখেও ভাবে বেশ আছি ভালো।

ছবি: সোনেলা গ্যালারী থেকে।

৫৪৭জন ৪২৫জন
16 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ