
যদি থাকে টাকা
ঘরবাড়ি হয় পাকা,
ঘুরঘুর করে অচেনা
মামা, খালু, কাকা।
যদি থাকে টাকা
পন্ডিত সেজে হয় নেতা,
যায় সে আসরে
মাতব্বর মানে সবে,
ন্যায়নীতির ধার ধারেনা
ঘুষ ছাড়া কিছু বুঝেনা।
যদি থাকে টাকা
যায় ভোজসভা আর অনুষ্ঠানে
হয়ে গ্রামের মাথা,
টাকার ঝলকে নেয় ছিনিয়ে বরণডালা
ঢাকা থাকে কুকর্মের কথা।
২০টি মন্তব্য
ফয়জুল মহী
অতুলনীয় কাব্যিক উপস্থাপন।
অনুভূতিগুলো কলমের শানিত আচঁড়ে সুন্দর ভাবে ফুটে উঠেছে। অনাবিল শুভকামনা সর্বক্ষণ
সাখাওয়াত হোসেন
অশেষ ধন্যবাদ ভাইয়া। আপনার মন্তব্যে দারুণ প্রেরণা পাই। ভালো থাকবেন।
আরজু মুক্তা
টাকার যুগ। অতএব টাকাই মহারাজ
সাখাওয়াত হোসেন
হ্যাঁ আপু টাকাই সব। টাকার পিছনে আমরা সবাই ছুটছি, কিন্তু প্রকৃত সুখ পাচ্ছি না।
ভালো থাকবেন আপু।
বোরহানুল ইসলাম লিটন
টাকাই করে আজ জীবন পাকা
টাকা বিনে সকলই ফাঁকা।
সুন্দর কবিতায় মুগ্ধতা একরাশ।
আন্তরিক শুভেচ্ছা জানবেন সতত।
সাখাওয়াত হোসেন
হ্যাঁ ভাইয়া টাকার কাছে আমরা সবাই নত।
ভালো থাকবেন ভাইয়া।
আলমগীর সরকার লিটন
এখনকার বাস্তবচিত্র কবি দা অনেক শুভেচ্ছা রইল
সাখাওয়াত হোসেন
আপনাকে ভাইয়া অশেষ ধন্যবাদ।
ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর।
রোকসানা খন্দকার রুকু
টাকা অনেক সময় সব কিছু নয়। শুভ কামনা।
সাখাওয়াত হোসেন
ঠিক বলেছেন আপু, টাকা সব দিতে পারলেও খুশী দিতে পারেনা। ভালো থাকবেন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
টাকা ছাড়া যে আমাদের জীবন অচল। টাকার অপব্যবহার নিয়ে সুন্দর লেখা — টাকার ঝলকে নেয় ছিনিয়ে বরণডালা
ঢাকা থাকে কুকর্মের কথা।
সাখাওয়াত হোসেন
এটাই হচ্ছে আমাদের বর্তমান সমাজের অবস্থা। তবে এর জন্য আমরা কম দায়ী নই।
ভালো থাকবেন ভাইয়া। শুভেচ্ছা নিরন্তর।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
হ্যাঁ আমরা সবাই সমাজের এই অব্যবস্থাপনার দায়ী ।
মোঃ মজিবর রহমান
লিখিলেন ভালোই ছড়া
টাকা টাকা আর টাকা
সবাই বোঝে মৃত্যুর সময় হয়না ব্যবস্থা বাঁচার কি আকুতি
জমিজমা থাকল পড়ে পাপ গুলি এলো শাস্তির ডালা নিয়ে।
সাখাওয়াত হোসেন
হ্যাঁ ভাইয়া দারুণ বলেছেন – যখন মারা যাব তখন খালি হাতে যাব। তারপরও টাকার পিছনে দৌড়াই।
ভালো থাকবেন ভাইয়া।
মোঃ মজিবর রহমান
আমরা বুঝেও অবুঝ কিন্তু কেহই নিশ্চিত দিতে পারবেনা তাঁর অবৈধ অর্জন সম্পদ তাঁর সন্তা ব্যবহার করতে পারবে।
জিসান শা ইকরাম
টাকা থাকলে সবাইকেই কাছে পাওয়া যায়,
টাকা না থাকলে ভেগে যায় সব।
কবিতায় বাস্তব কথা বললেন ভাই।
শুভ কামনা।
প্রবাসে ভালো থাকুন।
সাখাওয়াত হোসেন
হ্যাঁ ভাইয়া টাকাই সব। টাকার বদলেই আজকে মানুষ অন্যায়কে ন্যায়তে প্রতিষ্ঠা করছে।
ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
টাকাই তো রাজা আর সব তার গোলাম হয়ে গেছে। টাকা নেইতো কেউ আপন নয়, দূর দূর করে তাড়িয়ে দেবে। কঠিন বাস্তবতা এটাই । একরাশ শুভেচ্ছা ও শুভকামনা। শুভ সকাল ভাইয়া
সাখাওয়াত হোসেন
ঠিক বলেছেন আপু -টাকার কাছে আমরা সবাই নত। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর।