ঘটনা-১
** ' আচ্ছালামু আলাইকুম, ......মাদ্রাসার জন্য কিছু সাহায্য করুণ '
@ ভাই মাফ করেন
** আপনি কি চাননা মাদ্রাসার ছাত্ররা কোরআনের আলোকে শিক্ষা গ্রহন করুক ?
@ চাই ভাই, কিন্তু আমাদের এলাকায় তো মাদ্রাসা আছে , আমি সেখানে দেই।
** ( আরো অনেক অপমান জনক কথার পর ) দেখতে তো ভদ্র ঘরের ই মনে হয়।
@ কিছু বলতে পারিনা, যেহেতু ইসলাম নিয়ে এসেছেন তিনি )


ঘটনা-২

রোজার সময়ে হাইওয়েতে গাড়ি থামাল কিছু লোক, নির্মাণাধীন মসজিদের জন্য চাঁদা আদায় করা হচ্ছে। চেয়ারে বসে সুর করে দোজাহানের নেকী হাসিল করার জন্য মাইকে প্রচার চলছে।
** ভাইসাব মসজিদ নির্মাণের জন্য কিছু দেন ।
@ মাফ করেন ভাই , পিছনে এক মসজিদে দিয়ে এসেছি ।
** আপনি কি চাননা আর একটি মসজিদ হোক। আল্লাহর ঘর হোক ?
@ হ্যা চাই ভাই, আধা কিলোমিটার পিছনে এক মসজিদে দিয়ে এসেছি, আমি আমার এলাকার মসজিদে দেই। বাইরের মসজিদ মাদ্রাসায় দিলে আমাদের এলাকার গুলোতে কে দিবে ?
** ( অভিশাপ বর্ষণ কিছুক্ষণ ) আল্লাহর ঘরে দিতে এত সমস্যা ? আপনার গাড়িও কিন্তু পথে এক্সিডেন্ট করতে পারে।
@ কিছু বলতে পারিনা, যেহেতু ইসলাম নিয়ে এসেছেন তিনি ।

এসব হয়ত আমার একার ক্ষেত্রে হয়। ব্যাড লাক আমার। এমন আচরণে একজন গর্বিত মুসলিম হয়ে আমি বিরক্ত এদের প্রতি।

.........................
১৪ অক্টোবর ২০১৪

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ