হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা, উল্টে দেঙ্গা,
হুম, দেয়াল সত্যি সত্যি উল্টে দেয়;

কোন এক আলুথালু কালি-সন্ধ্যায়, পরিকল্পনার জালে জড়িয়ে,
সন্তর্পণ-ক্রোধের আগুন জ্বেলে, সুকোমল ঔদ্ধত্যের আড়ালে;
কবি উল্টে যায় ভীষণ ভাবে, বাজে ভাবে, ঝড়ো ঝড়ো ঝাপটায়,
সখেদ অ-সৌখিন বিলাপে, সমর্পিত অবিশ্বাসে;

সহসা অতি বিক্ষুব্ধ কবি তীব্র ভাবে জেগে ওঠে
ডাক্তারি নল-ফল খুলে-ফেলে ছুঁড়ে-ফেলে যাবতীয় যন্ত্র-শাসন,
উপেক্ষা করে স্মৃতির দুঃসহ-যাতন,
অতিকায় যান্ত্রিক লৌহ-খাঁচা ভেঙে এক হাতে ভীমের গদা
অন্য হাতে গরিলা বুকের দুমদাম কিলের মত শব্দ তুলে
হুংকার ছোঁড়ে,
ম্যায় কবি হু, দেখলুঙ্গা!!

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ