মৌনতা

রিতু জাহান ৯ জুন ২০১৭, শুক্রবার, ০৬:৩৭:১৫অপরাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য


মৌনতা।
আজ কোথাও বসন্ত সেজেছে, পূর্ণ উদ্যোমে
জ্যোৎস্না প্লাবিত নীলমণি লতায় ছেয়ে যাওয়া ঐ হ্যালারবাস অরণ্যের মতো
ফুরিয়েছে এ বেলার সব রুক্ষতা।
শিশিরে ভিজে সজীবতায় ফিরেছে নতুন নতুন সব স্বপ্ন।
গানের সব সুরও আজ সোজা পথে
আমার এক চিলতে আকাশ,
দিনক্ষণ না মিলিয়ে কেঁদে ওঠে মেঘের পরশে।
অনন্তকাল ধরে গোপনে যে আবেগ ছিল শিকল পরানো,
হঠাৎ সব পাহারা ভেঙে উঠে এসেছিল
ঝড়ো বেগে দিনক্ষণ না মিলিয়ে
আমার এক চিলতে আকাশে।
সব নিরবতা, অভিমান, রাগ ঘৃণা বইয়ের ভাজে তুলে রেখে, পাথর হৃদয়ও মোর
কেঁদে উঠছিল হেসে উঠেছিল সে ছায়ার পরশে।
আজ আবার বই এর ভাঁজ খুলে বসেছি
মনের যতো শত আবেগ মৌনতায় ডুবিয়ে দিয়েছি।
ঝুল বারান্দায় আজ আর কোনো অপেক্ষার প্রহর গুনি না।
আজ এ এক প্রহরের দূরত্ব অনন্তকালের মতো প্রতীক্ষা।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ