
তোমার চুপি চুপি মৌণ অভিসার
নিরব বার্তার জানান দেয় মনে
হৃদাকাশে মেঘ জমেছে গাঢ়
উষ্ণতার স্পর্শে ঝরে পড়বে
অঝর ধারায়, এই বুকে
ভালবাসার বৃষ্টি হয়ে ।
আমার নিবিড় স্পর্শে তুমি
জেগে উঠতে চাও, প্রতিনিয়ত
শিরায় উপশিরায়, রন্ধ্রে, ধমনীতে
একাত্বতার অন্তমিলে ।
আমার সুবাসে বিকশিত হতে চাও
গহীনের আরো গভীর গহীনে
অনুভুতির উপলব্ধির জোয়ারে ।৷
আমার আলপনায় তুমি ভেসে উঠো
ভিতর, বাহির অন্তর, মনের প্রান্তর
আমিও ছুঁয়ে যাই গোপন অভিসারে
তোমার চিবুক, তোমার অধর
ভালবাসার উতালা হাওয়ায় ।।
রচনা কাল ঃ ০৩/১০/২২
ঢাকা
৬টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বেশ রোমান্টিক মনোছুঁয়া কবি দা
ভাল থাকবেন———–
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
মোঃ মজিবর রহমান
বাহ! বেশ। প্রেমাময় কাব্যরস।
কামরুল ইসলাম
ধন্যবাদ 🌹❤️
হালিম নজরুল
আমিও ছুঁয়ে যাই গোপন অভিসারে
তোমার চিবুক, তোমার অধর
ভালবাসার উতালা হাওয়ায় ।
—————–সুন্দর।
কামরুল ইসলাম
ধন্যবাদ ❤️🌹