মোহ

হালিমা আক্তার ৩০ জুলাই ২০২২, শনিবার, ১১:১১:০৯অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য

মৃত্যু অনিবার্য

ভুলে যাই তাকে

সে থাকে আশপাশে

দেখার দৃষ্টি নাই সাথে।

জীবন ক্ষণস্থায়ী

তাকে সাজাতে

ব্যস্ত সময় পার করি।

ক্ষণিক মোহে ভুলে আছি

জীবন সে তো ছোট্ট এক তরী,

দুনিয়া অস্থায়ী আবাস

তবু প্রাসাদ গড়ার নিরলস প্রয়াস।

মিথ্যার ফানুসে রেখে হাত

চলেছি অবিরাম

চলন্ত গাড়ি হঠাৎ যাবে থেমে

ব্রেক কষার সময় নাহি দিবে।

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ